X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের নিয়ে জেফারের গান-ভিডিও

বিনোদন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৭:১২

জেফার রহমান নির্যাতিত জনগোষ্ঠী রোহিঙ্গাদের নিয়ে গান করলেন আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান। স্টার সিনেপ্লেক্সের প্রযোজনায় নির্মিত হয়েছে গানটির মিউজিক ভিডিও।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ভিডিওটি প্রকাশ করা হয়েছে জেফার রহমানের ইউটিউব চ্যানেলে। ‘‘রোহিঙ্গা’স ক্রাই’’ শিরোনামের গানটি লিখেছেন সামির হাফিজ, সুর-সংগীত করেছেন শাহরিন শাহরিয়ার ও সামির হাফিজ। প্রকাশের পরপরই দর্শক-শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া মিলছে।
কাজটি প্রসঙ্গে জেফার বলেন, ‘আমার ধারণা এই মুহূর্তে বিশ্বের সবচাইতে নির্যাতিত জনগোষ্ঠী রোহিঙ্গা। এই গান মানবিক বোধের জায়গা থেকে করেছি আমরা। শিল্পী হিসেবে এটা আমাদের দায়বদ্ধতা বলেই মনে করি।’
এদিকে গানটির ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স-এর চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, ‘অমানবিক নির্যাতনের শিকার রোহিঙ্গাদের জন্য মানুষ হিসেবে আমাদের অনেক দায় রয়েছে। সেই দায় থেকে জেফার রহমানের প্রয়াসটিকে পৃষ্ঠপোষকতা করেছি। আশা করি মিউজিক ভিডিওটি ভালো লাগবে সবার’।

ভিডিওতে রোহিঙ্গা’স ক্রাই:


উল্লেখ্য, ইউটিউবে তুমুল জনপ্রিয় জেফার রহমান। দেশের প্রথম ইউটিউব তারকা হিসেবে তার নামটাই ঘুরে ফিরে আসে। বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে তার জনপ্রিয়তা অন্য উচ্চতায় গেছে।
অন্যের গান কাভারের পাশাপাশি মাঝে মধ্যে গেয়েছেন নিজের গানও। এরপর চলচ্চিত্রেও রেখেছেন নিজস্ব স্বকীয়তা। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘সেনাপতি’তে গেয়েছেন ইংরেজি গান।

গেল আগস্টে স্টার সিনেপ্লেক্সের সহযোগিতায় প্রকাশিত হয়েছে জেফার রহমানের প্রথম একক গানের অ্যালবাম ‘আনকেইজড’।

/এস/এমএম/
সম্পর্কিত
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র