X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১
২০১৭ থেকে ১৮: প্রাপ্তি ও প্রত্যাশা

‘আপাতত বিয়ে করার চিন্তা নাই’

বিনোদন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৮, ১৩:২০আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৪:৪৬

ইমরান মাহমুদুল ২০১৭ সালটা ছিল পুরোদমে ইমরানের। নিজের গানের বাইরেও সুর-সংগীত করেছেন দু’হাত খুলে। সংগীতাঙ্গন তো মাত করেছেনই, গানের মাধ্যমে চলচ্চিত্রেরও নতুন রেকর্ড গড়েছেন এ শিল্পী। তার গাওয়া ‘দিল দিল দিল’ চলচ্চিত্রের প্রথম ইউটিউব গান হিসেবে ১ কোটির মাইলফলক ছুঁয়েছে।
আর অন্তর্জাল দুনিয়ায় তো তিনি রাজত্ব করেছেনই। ২০১৭ সালের ইমরান মানেই ইউটিউবে কোটি ভিউ। নতুন, পুরনো নায়িকাদের সঙ্গে নিজের গানের ভিডিওতে দাপিয়ে অভিনয় করেছেন বছরজুড়ে।
২০১৭: মন দিয়ে গানের কাজ করেছি। অডিও ভিডিও, চলচ্চিত্র- সব জায়গায় সমানভাবে সময় দিয়েছি। এ বছর আমার কাছে সেরা পাঁচটি কাজ হলো- মন খারাপের দেশে, ধোঁয়া, ঠিক বেঠিক, লাগে বুকে লাগে এবং
আমার ইচ্ছে কোথায়। এ বছর প্রথম বেশ কিছু ঘটনা ঘটেছে। যেমন প্রথমবারের মতো আমি চ্যানেল আই, প্রথম আলো ও এটিএন বাংলার পুরস্কার পেয়েছি। এত প্রাপ্তির ভিড়ে জীবনের সবচেয়ে বড় কষ্ট এ বছরকে ঘিরেই। কারণ আমি আমার সবচেয়ে বড় ছায়া- বাবাকে হারিয়েছি।
ইমরান মাহমুদুল ২০১৮: আগামী ঈদ পর্যন্ত আমার কাজের একটি সূচি করে ফেলেছি। সবই গানকেন্দ্রিক। নিয়মিত চলবে কনসার্ট। চলচ্চিত্রের গান তো আমার নিয়ন্ত্রণে নাই। এটা প্রযোজকরা ঠিক করবেন। তবে আজ (১ জানুয়ারি) থেকে আমার গান প্রকাশ শুরু হয়ে গেছে। প্রকাশ পেয়েছে আমি ও কণা আপুর গাওয়া ‘নূর জাহান’ ছবির প্রথম গান ‘মন বলেছে’। ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসের গান (সিঙ্গেল ও ভিডিও থাকবে)। এপ্রিলে পহেলা বৈশাখের গান মুক্তি দেব। ঈদেও একটি গান রিলিজ হবে। এগুলো সবই ভিডিও। এছাড়া নিয়মিতই অডিও গান হবে। গানের প্রযোজক ও ভিডিও নির্মাণ- সব কিছুই ঠিকঠাক।
২০১৮ সালটা আরও বেশি গানে সময় দেব। তবে একটা প্রশ্ন সবাই করে, সংসার জীবন নিয়ে কী ভাবছি। আপাতত বিয়ে করার চিন্তা নাই। আগামী ৩/৪ বছর শুধু গানের জন্যই সময় রাখতে চাই।

মন বলেছে:

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...