X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রেকর্ড!

বিনোদন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩২

ইমরান সদ্য প্রকাশিত ভিডিওটি দিয়ে ‘নায়ক’ ইমরান প্রথমেই চমকে দিলেন ‘রোবট’ সেজে। অন্যদিকে পিছিয়ে নেই ‘গায়ক’ ইমরানও। গানটি ইউটিউবে প্রকাশের ঠিক দুই দিনের মাথায় অতিক্রম করলো এক মিলিয়ন ভিউয়ের ঘর! যা দেশীয় সংগীত বাজারে সবচেয়ে বিস্ময়কর হয়ে ধরা দিলো আজ (৮ ফেব্রুয়ারি) সকাল নাগাদ।
৫ ফেব্রুয়ারি রাতে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ইমরানের গান-ভিডিও ‘এমন একটা তুমি চাই’। যেটি প্রকাশের পর থেকেই ভাইরাল হয় অন্তর্জালে। অবশেষে অংকের বিচারেও সেটি রেকর্ড গড়লো ইউটিউব ভিউতে।
গানটির কথা, সুর, কণ্ঠের পাশাপাশি এর গল্পনির্ভর ভিডিও শৈলী মুগ্ধ করেছে শ্রোতা-দর্শকদের।

ইমরান জানান, বাংলাদেশের প্রথম কোনও গান-ভিডিও এটি যা এত অল্প সময়ে এত বেশি ভিউয়ের রেকর্ড গড়েছে। দুই দিনে ১০ লাখ (এক মিলিয়ন) ভিউয়ের ঘটনা এর আগে ঘটেনি।
সংগীতাঙ্গনের একাধিক কোটি ভিউ গানের মালিক ইমরান বলেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য। আমি নিজেও ভাবিনি, আমার কোনও গান এত দ্রুত এভাবে ছড়িয়ে পড়বে। আমি তো মনে করি, এই বছরে এটি হবে দেশের অন্যতম ভাইরাল গান। সেদিকেই বিষয়টি এগুচ্ছে। এরজন্য আমি গানটির সংশ্লিষ্ট সবাইকে জানাই কৃতজ্ঞতা।’
‘এমন একটা তুমি চাই’ গানটির কথা লিখেছেন মেহেদি হাসান লিমন, সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। অন্যদিকে গানটির ভিডিওতে ইমরানের সঙ্গে প্রথম জুটি বাঁধলেন মডেল সাফা কবির। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।
‘এমন একটা তুমি চাই’ এর ভিডিও লিংক:

/এমআই/এম/
সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিনোদন বিভাগের সর্বশেষ
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...