X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অমিতাভকেও ছুঁয়ে গেল বাংলাদেশের জয়!

বিনোদন ডেস্ক
১৭ মার্চ ২০১৮, ১৬:৫৯আপডেট : ১৮ মার্চ ২০১৮, ০১:৪১

অমিতাভ বচ্চনের টুইট বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকেও ছুঁয়ে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অনবদ্য জয়। না, তিনি এই জয়ের উচ্ছ্বাস ‌‘নাগিন ড্যান্স’ দিয়ে প্রকাশ করেননি!
তবে শুক্রবার (১৬ মার্চ) খেলা শেষে নিজের টুইটে টিম বাংলাদেশের ছবি দিয়ে যা লিখেছেন- সেটা তার চেয়েও বেশি কিছু। রোমাঞ্চকর ম্যাচটির দিকে যে তীক্ষ্মদৃষ্টি রেখেছিলেন, তা বোঝা যাচ্ছে ম্যাচের পরপরই করা তার টুইটে।
শেষ ওভারে টাইগারদের নাটকীয় জয়ের পর এই কিংবদন্তি অভিনেতা লিখেছেন, ‘ত্রিদেশীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ...আহা কী চমৎকার ক্রিকেট! বাংলার অবিশ্বাস্য জয়!!’ বাংলাদেশেকে ‘বাংলা’ হিসেবেই উল্লেখ করেছেন তিনি।
শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১২ রান। প্রথম দুই বলে ডট ও মোস্তাফিজের আউটে ৪ বলে দরকার পড়ে ১২ রান। জমে যাওয়া উত্তেজনার আগুনে ঘি ঢালে ইসুরু উদানার পরপর দুটি বাউন্স। মোস্তাফিজের মাথার ওপর দিয়ে বল যাওয়ার পরও কেন ‘নো’ বল ডাকা হলো না, তা নিয়ে বেঁধে যায় দ্বন্দ্ব। অবস্থা এতটাই গুরুতর হয়ে পড়েছিল যে, সাকিব খেলাই বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন!
সবকিছুতেই নজর রেখেছিলেন অমিতাভ। তার টুইটের পরের অংশই যার প্রমাণ, ‘এই ম্যাচে আবেগ, তর্ক-বিতর্ক ও উত্তাপ- সবকিছুই জমা ছিল শেষ কয়েকটি বলে... এবং শেষ পর্যন্ত বাংলাদেশ খেলেই জিতেছে! (ওদের) শ্রদ্ধা।’
ক্রিকেট অমিতাভের ‘দুনিয়া’র বাইরে, তবে ২২ গজের খেলাটি ভীষণ ভালোবাসেন তিনি। ক্রিকেটের বড় কোনও ঘটনা তাই চোখ এড়ায় না তার, আবেগ ছুঁয়ে যায় তাকে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় এই জয়টাও যেমন ছুঁয়ে গেল ‘বিগ বি’র হৃদয়।

/কেআর/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...