X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পুরান ঢাকার রাস্তায় অন্যরকম পড়শী

বিনোদন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৮, ১৩:২৪আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৭:৪৮

পড়শী। গানের দৃশ্যে ‘রাস্তা দিয়ে হাঁটি যখন বোকার মতো চেয়ে থাকো/বলছি শোন, সাহস নিয়ে সামনে এসে আমায় ডাকো।’ পুরান ঢাকার রাস্তায় দাঁড়িয়ে এ কথাগুলোই বলছেন পড়শী। কাকে? 

তা বোঝা যাবে আরও দিন কয়েক বাদে। শিগগিরই এই কথামালা গান আকারে প্রকাশ হবে ইউটিউবে।
তাই দীর্ঘ সময় নিয়ে আবারও ইউটিউবে গান প্রকাশ করতে যাচ্ছেন এই কণ্ঠশিল্পী। ‘রাস্তা’ শিরোনামে এ গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত করেছেন জুয়েল মোর্শেদ।
পুরান ঢাকায় সেট ফেলে এর দৃশ্যধারণ হয়েছে বলে জানান ভিডিওর নির্মাতা শাহরিয়ার পলক (প্রেক্ষাগৃহ)।

পড়শী বলেন, ‌‘গানটির কথা আমার কাছে বেশ মজার লেগেছে। পুরোপুরি প্রেমের গান। গাইতে গিয়ে বেশ মজা পেয়েছি। আর ভিডিওতে তো আমি একবারেই ভিন্নরূপে দর্শক-শ্রোতার সামনে হাজির হচ্ছি।’

জুয়েল মোর্শেদ বললেন, ‘‘প্রায় ৮ বছর আগে গীতিকার আমাকে গানটি দিয়েছিলেন। মনেই ছিল না এরকম একটি গান আমার কাছে আছে। পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে পেয়ে যাই ‘রাস্তা’। এরপর সিদ্ধান্ত নিই এই ‘রাস্তা’য় শুধু পড়শীরই হাঁটা সম্ভব। কারণ, তাকে আমি অনেক দিন ধরে চিনি। তাই তার সঙ্গে কাজটি করে ফেলা।’’ পড়শী। ছবি- সংগৃহীত

‘রাস্তা’ প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ব্যানারে আসছে। আগামী ২৬ এপ্রিল প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি। পাশাপাশি এটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।

/এমআই/এম/চেক-এমওএফ/
সম্পর্কিত
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র