X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

১০ বছর পর মান্নার ব্যানারে ছবি নির্মাণ

বিনোদন রিপোর্ট
১৩ জুলাই ২০১৮, ১৬:৫৮আপডেট : ১৪ জুলাই ২০১৮, ০১:০২

মান্না অকাল প্রয়াত মান্নার সফল প্রযোজনা প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জলি কথাচিত্র’ থেকে আবারও নির্মিত হবে চলচ্চিত্র। এমনটাই জানান মান্নার স্ত্রী শেলী। এরই মধ্যে নতুন ছবি নির্মাণের সব প্রস্তুতি গুছিয়ে নিয়েছেন তিনি।
২৩ জুলাই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
এ প্রসঙ্গে শেলী মান্না বললেন, ‘প্রায় ১০ বছর কৃতাঞ্জলি থেকে ছবি নির্মাণ হচ্ছে না। তবে এবার সেটি কাটিয়ে উঠছি।’
জানা গেছে, নতুন ছবিটির নাম ‘জ্যাম’। এর কাহিনি লিখে গেছেন প্রয়াত নন্দিত চলচ্চিত্র সাংবাদিক আহমদ জামান চৌধুরী। পরিচালনা করবেন নাটক নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল।
‘জ্যাম’ প্রসঙ্গে শেলী মান্না বললেন, ‘নায়ক-নায়িকার খবরটি এখনই জানাতে চাই না। তবে কাস্টিংয়ে বেশ কিছু চমক থাকছে। শুভ মহরতের মাধ্যমে বিস্তারিত সবাইকে জানাবো শিগগিরই।’
সর্বশেষ ২০০৮ সালে মান্নার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে এফ আই মানিক পরিচালিত ‘পিতামাতার আমানত’ ছবিটি মুক্তি পায়।
শেলী মান্না প্রসঙ্গত, মান্না শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলেন না, সফল প্রযোজকও ছিলেন। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জলি কথাচিত্র’ থেকে প্রযোজিত অধিকাংশ ছবি ব্যবসাসফল ছিল। সিনেমাগুলো হচ্ছে ‘লুটতরাজ’, ‘লাল বাদশা’, ‘আব্বাজান’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘মান্না ভাই’ ও ‘পিতামাতার আমানত’।
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মান্না মৃত্যুবরণ করেন।

/এস/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের মার্শে দ্যু ফিল্মে ‘বাঙালি বিলাস’
কানের মার্শে দ্যু ফিল্মে ‘বাঙালি বিলাস’
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়