X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মহরতে ঋতুপর্ণা, ছবিতে থাকার বিষয় চূড়ান্ত হবে রাতে

বিনোদন রিপোর্ট
২৩ জুলাই ২০১৮, ১৪:২৬আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৭:৪৩

ঋতুপর্ণা ও মহরতের ছবি ১০ বছর পর প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি কথাচিত্র থেকে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। আজ ২৩ জুলাই দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে হয়ে গেল প্রতিষ্ঠানটির নতুন ছবি ‘জ্যাম’-এর মহরত।
কিন্তু ওপার থেকে উড়া আসা ঋতুপর্ণা সেনগুপ্ত শুধু আমন্ত্রিত অতিথি হিসেবেই অংশ নিলেন, ছবির শিল্পী হিসেবে নয়!
কারণ, ঋতুপর্ণা এ ছবিতে থাকবেন কিনা তার ফয়সালা হবে রাতে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করলেন এর পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল।

এদিকে ছবিটির প্রযোজক নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না বললেন, ‘ঋতুপর্ণার এ ছবিতে থাকার সম্ভাবনা আছে।’
এটুকুই! ঋতুপর্ণাও নিশ্চিত করে বললেন না পুরো বিষয়। তার ভাষ্য, ‘মান্না ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি। এগুলো ভোলার নয়। আর ভাবিও (শেলী মান্না) ছবি নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন। যদি তার স্বপ্নের সঙ্গে থাকতে পারি, তাহলে সত্যিই ভালোই লাগবে আমার।’

এবার বিষয়টি খোলাসা করলেন পরিচালক নেয়ামূল। বললেন, ‘ঋতুপর্ণা দিদি ছবিতে থাকবেন বলেই আমরা আশা করি। কিন্তু নিশ্চিত করে বলছি না। কারণ, আর্স্টিস্ট হিসেবে তার বিস্তারিত জানার ও চরিত্র বাছাইয়ের অধিকার আছে। আজ রাতে আমরা ছবিটির গল্প ও বিস্তারিত নিয়ে বসবো। তখনই ছবির চুক্তি হবে বলে আশা করি।’
ছবিতে ঋতুপর্ণার অভিনয় করার কথা এক আইনজীবীর চরিত্রে। 
এদিকে মহরত অনুষ্ঠানে জানানো হয়, ‘জ্যাম’ ছবিতে অভিনয় করবেন ফেরদৌস, পূর্ণিমা। দুইজনের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত। আরিফিন শুভরও এতে কাজ করার কথা রয়েছে। ছবির মহরতে শিল্পীরা

‘জ্যাম’-এর মূল ভাবনা বরেণ্য সাংবাদিক আহমদ জামান চৌধুরীর। কাহিনি বিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল ও শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পান্থ শাহরিয়ার।

দুপুরে জাঁকালো আয়োজনের মধ্য দিয়ে ‘জ্যাম’ ছবির মহরত হলো। সেখানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

আরও অংশ নেন শেলী মান্না, ঋতুপর্ণা সেনগুপ্ত, ফেরদৌস, পূর্ণিমা, সিয়াম ইলতিমাস (মান্নার ছেলে), নঈম ইমতিয়াজ নেয়ামূল, সুচন্দা, এটিএম শামসুজ্জামান।

প্রসঙ্গত, মান্না শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলেন না, সফল প্রযোজকও ছিলেন। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জলি কথাচিত্র’ থেকে প্রযোজিত অধিকাংশ ছবি ব্যবসাসফল ছিল। সিনেমাগুলো হচ্ছে ‘লুটতরাজ’, ‘লাল বাদশা’, ‘আব্বাজান’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘মান্না ভাই’ ও ‘পিতামাতার আমানত’। সর্বশেষ ২০০৮ সালে মান্নার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে এফ আই মানিক পরিচালিত ‘পিতামাতার আমানত’ ছবিটি মুক্তি পায়।
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন দেশের প্রভাবশালী নায়ক মান্না।

/এমআই/এম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি