X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শরতের সুর বাজলো রবিরাগে

বিনোদন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৫

শরৎকালীন শ্রোতার আসরে অংশ নেন সাদি মহম্মদ ও আমিনা আহমেদসহ রবিরাগের শিল্পীরা পেঁজা তুলোয় আকাশে ভাসছে শুভ্র ভেলা। চিলতে সাদা নেমে এসেছে কাশবনেও। অপরূপ এই প্রকৃতির নাগরদোলায় বাংলায় এসেছে শরৎ। আর তারই সুর পাওয়া গেল সাংস্কৃতিক ভবন ছায়ানটে।
রবীন্দ্রসংগীত শিক্ষাপ্রতিষ্ঠান রবিরাগের পরিচালক সাদি মহম্মদ ও সভাপতি আমিনা আহমেদ আহ্বান জানিয়েছিলেন শরৎকালীন শ্রোতার আসর। সেই বৈঠকি গানের আয়োজনে তারা শোনালেন রবি ঠাকুরের প্রকৃতি আর প্রেমের গান।

আজ (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে দলীয় ও একক সংগীত পরিবেশন করেন রবিরাগের শিল্পীরা। এতে ১১ জন অংশ নেন। গানগুলো হলো- কে জানে কে জানে, সখি বল দেখি লো, স্বপন পাড়ের ডাক, তুমি কোন কাননের ফুল, রজনী শেষে, তোমরা যা বলো তাই বলো, অমল ধবল পাড়ে, চাঁদের হাসি বাধ ভেঙেছে, ওগো বিদেশিনী, না চাহিলে যারে পাওয়া যায় ও শুধু তারা আঁখি মেলে চায়। শরৎকালীন শ্রোতার আসরে শিল্পীদের পরিবেশনা। এতে অংশ নেন সাদি মহম্মদ ও আমিনা আহমেদসহ রবিরাগের শিল্পীরা
অনুষ্ঠান শেষে সাদি মহম্মদ জানান, রবিরাগ ৩৩ বছর ধরে নিয়মিত শ্রোতার আসর করে আসছে। ২ মাস অন্তর এটি হয়ে থাকে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবারের আসরটি শেষ করা হয়। শরৎকালীন শ্রোতার আসরে শিল্পীদের পরিবেশনা। এতে অংশ নেন সাদি মহম্মদ ও আমিনা আহমেদসহ রবিরাগের শিল্পীরা

ছবি: সাজ্জাদ হোসেন

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!