X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মঞ্চে আসছে নতুন ‌‘ম্যাকবেথ’

বিনোদন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৮, ১৩:৪৪আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৬:৪৭

ম্যাকবেধ নাটকের দৃশ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবার মঞ্চে আনছে উইলিয়াম শেকসপিয়র রচিত ও সৈয়দ শামসুল হক অনূদিত মহাকাব্যিক নাটক ‘ম্যাকবেথ’।

এটি নির্দেশনা দিয়েছেন ড. ইসরাফিল শাহীন। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন খ্যাতনামা নির্দেশক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ। পরিকল্পনায় সহযোগিতায় আছেন বিভাগীয় শিক্ষক তানভীর নাহিদ খান ও মহসিনা আক্তার। স্নাতকোত্তর বিভাগেরে সমাপনী শিক্ষার্থীদের পাঠ্যসূচির অংশ হিসেবে এটি মঞ্চে আসছে।
বিভাগ কর্তৃপক্ষ জানান, ৯ অক্টোবর নাট্য প্রদর্শনী উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামান। নাটকটির মোট ৮টি প্রদর্শনী হবে। এগুলোর মধ্যে ৯, ১০, ১১ ও ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় এবং ১২ ও ১৩ অক্টোবর বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টায় নাটক দেখানো হবে। এগুলো বিভাগের নাটমণ্ডল মঞ্চে মঞ্চস্থ হবে।
ইসরাফিল শাহীন বলেন, ‘এই আততায়ী সময়ে, আমাদের জীবন, দেশ, পৃথিবী যেন বিপন্ন। ঠিক যেন ম্যাকবেথের মতন! আমাদের এই রাজনৈতিক-মনস্তাত্ত্বিক দিকটি নাটকটিতে উঠে এসেছে।’

প্রসঙ্গত, ‘ম্যাকবেথ’ নাটকটির প্রদর্শনী হবে দর্শনীর বিনিময়ে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ ও ২০০ টাকা।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...