X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘আলিফ লায়লা’র আদলে বাংলাদেশি নাটক

বিনোদন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৮, ১৪:৪৮আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৭:২১

গতকালের প্রিমিয়ার শোয়ের ছবি নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় বিদেশি সিরিয়াল ছিল ‘আলিফ লায়লা’। আরব্য রজনীর গল্প অবলম্বনে ভারতীয় এ সিরিয়ালে মগ্ন থাকতেন দর্শকরা।
এবার ঠিক একই আদলে কল্পধর্মী ধারাবাহিক নির্মাণ করা হয়েছে। নাম ‘মায়া মসনদ’। আজ (১৪ অক্টোবর) থেকে এনটিভিতে প্রচার শুরু হচ্ছে এটি। এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় চ্যানেলটির তেজগাঁও স্টুডিওতে একটি প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন নাটকের কলাকুশলী ও নির্মাতারা। এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ বলেন, ‘‘রূপকথার প্রতি মানুষের আগ্রহ থাকে সবসময়। সেজন্যই রূপকথা ভালো লাগে, আলিফ লায়লা ভালো লাগতো। আমার মনে হয় ‘মায়া মসনদ’ও ভালো লাগবে সবার। কারণ, এতেও আছেন এমন সব উপদান। ভিএফএক্স ও থ্রিডি গ্রাফিক্সনির্ভর রূপকথার গল্প করা অবশ্যই চ্যালেঞ্জিং। আসলেই নাটকটির নির্মাণ ভালো হয়েছে।’’
এনটিভির সহকারী অনুষ্ঠান মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন বলেন, ‘নাটকটিতে হিংসা-প্রতিহিংসার অনেক কিছু তুলে ধরা হয়েছে। এছাড়া দর্শক বিনোদন পাবেন এ রকম অনেক ঘটনাই এর গল্পে দেখা যাবে।’
‘মায়া মসনদ’ নাটকের পরিচালক এস এম সালাহ উদ্দিন, লিখেছেন অরিন্দম গুহ। এর পর্ব পরিচালনায় আছেন আতিকুর রহমান বেলাল ও দৃশ্য পরিচালনা করেছেন মাকসুদুল হক ইমু। ভিএফএক্স সুপারভাইজার হিসেবে কাজ করেছেন তানিম শাহরিয়ার। ‘মায়া মসনদ’-এর শিল্পীরা

এর বিভিন্ন চরিত্রে আছেন সোহেল রানা, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, মৌসুমী নাগ, মোমেনা চৌধুরী, সৈয়দ শুভ্র, ইলোরা গহর, শম্পা রেজা, অবিদ রেহান, শশী, নিলয় আলমগীর, নমিরা মৌ, শিল্পী সরকার অপু, উজ্জ্বল হোসেন প্রমুখ। নাটকটি প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!