X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বিশ্বে প্রশংসিত ‘পাঠশালা’ এবার আসছে দেশে

বিনোদন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৮, ১০:০৪আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৭:৪৭

‘পাঠশালা’ চলচ্চিত্রের দুটি দৃশ্য

১০ বছরের এক মেধাবী পথশিশু মানিকের জীবন জয়ের অদম্য গল্প নিয়ে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘পাঠশালা’। নির্মাণ করেছেন নির্মাতাজুটি ফয়সাল রদ্দি ও আসিফ ইসলাম।
জার্মানি, কানাডা ও ভারতের শীর্ষ উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত এ ছবিটি এবার দেখবে দেশের মানুষেরা।
আগামী ২০ নভেম্বর রাজধানী বসুন্ধরা সিনেপ্লেক্সে এর প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরপর ২৩ নভেম্বর থেকে শিশু ও দেশের সব ধরনের দর্শকের জন্য ‘পাঠশালা’ প্রদর্শিত হবে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের সিনেপ্লেক্সগুলোতে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফয়সাল রদ্দি ও আসিফ ইসলাম।

তারা আরও জানান, ‘পাঠশালা’ ছবির টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের ১০ শতাংশ পথশিশুদের নিয়ে কাজ করা মাস্তুল ফাউন্ডেশনের তহবিলে জমা পড়বে।

রেডমার্ক প্রোডাকশন্সের প্রযোজনায় পাঠশালার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী হাবিব আরিন্দা, চুমকির চরিত্রে ইমা আক্তার কথা।

অন্যান্য চরিত্রে আছেন নাজমুল হুসেইন রাজু, ফারহানা মিঠু, রুমি হুদা, গাজী ফারুক, তৌফিকুল ইমন ও আমিরুল ইসলাম বাবু প্রমুখ।

বন্ধুত্ব, প্রত্যাশা আর স্বপ্নপূরণের টানটান গল্প ‘পাঠশালা’। ১০ বছরের শিশু মানিক, জীবনের রূঢ় বাস্তবতায় শৈশবেই স্কুল ছাড়তে হয় তার। জীবিকার তাগিদে চলে আসে ঢাকায়। কাজ নেয় একটা গাড়ির ওয়ার্কশপে। এরপর অন্যরকমভাবে গল্প এগুতে থাকে।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!