X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বছরের প্রথম চলচ্চিত্র, থাকছে শাকিবের কণ্ঠে পুঁথি পাঠ

ওয়ালিউল বিশ্বাস
২৬ নভেম্বর ২০১৮, ১৯:০১আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৪:৫৫

শাকিব খান

বীর। এর মাধ্যমে ২০১৯ সালের প্রথম ছবি হিসেবে কাজ করবেন ঢাকাই খান শাকিব। এটি দিয়ে ৫০তম চলচ্চিত্র পরিচালনার মাইলফলক স্পর্শ করবেন বরেণ্য পরিচালক কাজী হায়াৎ। আর এটি প্রযোজনা করছেন দুই বন্ধু- শাকিব খান ও মোহাম্মদ ইকবাল।
তবে ছবির অন্যতম চমক হিসেবে জানা গেল, এতে গান গাইবেন ঢালিউডের এই শীর্ষ নায়ক। আর সেটা হবে পুঁথি পাঠের আদলে।

গাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন প্রযোজক ইকবাল। তিনি বলেন, ‘এ ছবিতে চমকের পর চমক থাকবে। গানটি প্রসঙ্গে কিছু বলতে চাই না। এটি যখন রেকর্ডিং হবে তখনই দর্শক-শ্রোতারা বুঝতে পারবেন কেমন হলো। আর নায়িকা নির্বাচনে দর্শকরা অন্যরকম কিছু পাবেন।’

প্রযোজক না বলতে চাইলেও জানা যায়, আগামী সপ্তাহে মগবাজারের একটি স্টুডিওতে এই পুঁথি পাঠের রেকর্ড হবে। এটি রচনা করেছেন ছবির পরিচালক কাজী হায়াৎ নিজে। চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্যও তার তৈরি করা।
এদিকে শাকিব খান জানান, এর মাধ্যমে বছরের প্রথম চলচ্চিত্র হিসেবে এতে কাজ করবেন তিনি। মূলত কাজী হায়াতের ৫০তম ছবিতে কাজ করার ইচ্ছে থেকেই এটি প্রযোজনায় এসেছেন তিনি।
ছবিতে শাকিব খানকে একজন সাইকো হিসেবে দেখা যাবে। মাদক ও সন্ত্রাসবিরোধী বিষয়বস্তু চলচ্চিত্রটির গল্পে উঠে আসবে।
এর আগে শাকিব মালেক আফসারী পরিচালিত ‘মনের জ্বালা’ সিনেমায় গেয়েছিলেন। এছাড়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ সিনেমার অডিও অ্যালবামে প্রকাশ পেয়েছিল কিং খানের কণ্ঠে আবৃত্তি। আর ‘বীর’ সিনেমায় দ্বিতীয়বারের মতো কণ্ঠশিল্পী পরিচয়ে আসছেন শাকিব খান।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...