X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

বছর শেষে তিশমার ‘ফায়ার অ্যান্ড আইস’

বিনোদন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৩

তিশমা বছরের শেষ উপহার নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী তিশমা। আজ ৩১ ডিসেম্বর রাতে প্রকাশ করতে যাচ্ছেন তার নতুন অ্যালবামের প্রথম গান ‘ফায়ার অ্যান্ড আইস’।
আর পুরো অ্যালবামের নাম ‘এক্স’। এর ফলে দুই বছর পর নতুন গানের অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন তিনি।
অ্যালবামের সবক’টি গানের সুর-সঙ্গীত করেছেন তিশমা নিজেই।
অ্যালবাম প্রসঙ্গে তিশমা বলেন, ‘আমি একটু নীরবেই কাজ করি। কাজ শেষ হলে সবাইকে জানাই। এজন্য প্রকাশের দিনই খবরটি জানাচ্ছি। নতুন এ অ্যালবামের কাজ শেষ করতে সময় লেগেছে দুই বছর। এতে গান থাকছে ১৩টি। এগুলোর কথা লিখেছেন দেশের জনপ্রিয় বেশ কয়েকজন গীতিকার।’
তিশমা ছাড়াও এই অ্যালবামের গান লিখেছেন কবির বকুল, অনুরূপ আইচ, তানভীর তারেক, ফয়সাল রাব্বিকীন ও রবিউল ইসলাম জীবন। অ্যালবামে থাকা উল্লেখযোগ্য গান হচ্ছে- ‘দুঃখের সাতকাহন’, ‘হু কেয়ার্স’, ‘এক্স’, ‘টাচ’, ‘দ্য ওয়ান’ প্রভৃতি।
‘এক্স’ তিশমার সুর-সংগীত ষষ্ঠ অ্যালবাম। আর এটি তার ১৪তম একক।
তিশমা জানান, ‘এক্স’ অ্যালবামের গানগুলো শোনা যাবে শিল্পীর নিজস্ব ওয়েবসাইট, ইউটিউব, আইটিউনস, অ্যামাজন, স্পটিফাই, রিভার্বনেশনসহ অন্যান্য অনলাইনে।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বলিউডের পোস্টার থেকে উধাও পাকিস্তানি তারকারা!
বলিউডের পোস্টার থেকে উধাও পাকিস্তানি তারকারা!
৮ বছর পর আসছে নেমেসিসের নতুন অ্যালবাম
৮ বছর পর আসছে নেমেসিসের নতুন অ্যালবাম
আহত শাবনূর
আহত শাবনূর
৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
কান উৎসব ২০২৫৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান