X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নারী চলচ্চিত্রকারদের জন্য বিশেষ আয়োজন

বিনোদন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৯, ২০:৪৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২০:৫৬

কথা বলছেন সামিয়া জামান। পাশে নির্মাতা রুবাইয়াৎ হোসেন ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ বাংলাদেশ (আইএফআইবি) ও গ্যোটে ইন্সটিটিউট যৌথ উদ্যোগে শুরু হয়েছে নারী চলচ্চিত্রকারদের চলচ্চিত্র প্রদর্শনী। নাম দেওয়া হয়েছে ‘থ্রো হার আইস’।
এর অন্যতম বৈশিষ্ট্য হলো চলচ্চিত্র প্রদর্শনীর এর দর্শকের সঙ্গে নির্মাতার প্রশ্ন-উত্তর পর্ব।

গত রবিবার (২০ জানুয়ারি) এর প্রথম প্রদর্শনী হয়েছে। যেখানে দেখানো হয়েছে রুবাইয়াৎ হোসেনের ছবি ‘আন্ডার কন্সট্রাকশন’। কিছুদিন পর পর নিয়মিতভাবে এমন আয়োজন হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এদিন সন্ধ্যার পর্বে ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ বাংলাদেশের (আইএফআইবি) প্রেসিডেন্ট নির্মাতা সামিয়া জামান বলেন, ‘আইএফআইবি চেষ্টা করছে নারী নির্মাতাদের নিয়ে কাজ করতে। তারই ফলস্বরূপ এ উদ্যোগ। আমি মনে করি, এমন আয়োজন নারীদের আরও উৎসাহ দেবে।’

শাহানা গোস্বামী ও রাহুল বোস

বাংলাদেশের ভিন্ন কিছু পেশাজীবী নারীদের বাস্তব জীবনের উপলব্ধি নিয়ে তৈরি রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কন্সট্রাকশন’ ছবিটি বাংলাদেশে মুক্তি পায় ২০১৬ সালের ২২ জানুয়ারি।
এতে  রয়া চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী শাহানা গোস্বামী। আর বলিউডের অভিনেতা রাহুল বোসকে দেখা যায় নাট্যদলের তত্ত্বাবধায়ক চরিত্রে। ছবিতে শাহানার স্বামীর চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনয়শিল্পী শাহাদাত। অন্য অভিনয়শিল্পীরা হলেন মিতা চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন, টোকাই নাট্যদলের রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি