X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পরিণত কণ্ঠে নতুন পড়শী! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৮

ভিডিওর শুটিংয়ে পড়শী ও হাবিব কী এমন আবাহন তোর ছায়ায়/ মানে না মন বারণ তোর পাড়ায়...। প্রেমে ডুবুডুবু কথাগুলো কণ্ঠে তুলেছেন প্রায় আড়ালে চলে যাওয়া কণ্ঠশিল্পী পড়শী। যিনি বেশ ক’বছর আগে মাতিয়ে তুলেছিলেন গানপাড়া।
মাতিয়ে তুলেও মাঝে প্রায় লম্বা বিরতি নিলেন। সম্ভবত সময় নিলেন, টিনএজ সময়টাকে সামলে নিজেকে নতুন করে গড়বার লক্ষ্যে। বিরতির পর ফিরেছেন আবারও। আজ (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশ করেছেন ‘আবাহন’ শিরোনামের একটি গান-ভিডিও। সঙ্গে দুটি চমক। প্রথমটি তার পরিবর্তিত অথবা পরিণত কণ্ঠ। যা সত্যিই মুগ্ধ করবে শ্রোতাদের। আর দ্বিতীয় চমক, গানটি তার জন্য বেঁধেছেন ও প্রকাশ করেছেন হাবিব ওয়াহিদ।
ফৌজিয়া সুলতানা পলির কথায় গানটির সুর-সংগীতের পাশাপাশি ভিডিওটি নির্মাণ হয়েছে হাবিব ওয়াহিদের এইচডব্লিউ প্রডাকশনের ব্যানারে। আর এটি প্রকাশ পেয়েছে তারই ইউটিউব চ্যানেলে।
ভিডিওতে পড়শী আছেন, সঙ্গে যন্ত্রী-মডেল হিসেবে দেখা গেছে হাবিব ওয়াহিদকেও। গান-ভিডিওটি প্রকাশের পর দারুণ সাড়া মিলছে। প্রশংসায় ভাসছেন পড়শী।
গানটি তৈরি প্রসঙ্গে পড়শী বললেন, ‘মাসখানেক আগে হাবিব ভাইয়া আমাকে তার স্টুডিওতে ডেকে নেন। একটা গানের ট্র্যাক দেন। গাইতে বলেন। আমি তো এক কথায় রাজি হয়ে যাই। এরপর একদিন গিয়ে প্রায় এক ঘণ্টা সময় নিয়ে গানটিতে কণ্ঠ দেই। তারপর ছোট পরিসরে ভিডিও নির্মাণ হলো। আসলে কাজটি হয়েছে একেবারে চোখের পলকে। কিন্তু দারুণ একটা কাজ হয়ে গেল, সেটি অনুভব করছি প্রকাশের পর থেকে। ধন্যবাদ হাবিব ভাই। ধন্যবাদ প্রিয় শ্রোতা-দর্শক, যারা আজও আমাকে ভালোবাসা দিয়ে মুগ্ধ করছেন।’
হাবিব-পড়শীর ‘আবাহন’:

/এস/এমএম/
সম্পর্কিত
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র