X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ইউটিউবে উন্মুক্ত তাহসান-টিনার ‘শেষ দিন’

বিনোদন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৮

মনে করো, কাল বলে কিছু নেই/ আজই সেই শেষ দিন/ যা বলার আছে বলে দাও/ জানোই তো, মনখুলে সব বলা কতো কঠিন/ মনে করো, আজই শেষ দিন...

ভালোবাসার আবেগ ছড়িয়ে ঠিক ওপরের কথাগুলোই কণ্ঠে তুলেছেন সংগীতশিল্পী তাহসান খান ও টিনা। ভিন্ন ভাবনার কথার সঙ্গে সুর আর সংগীতের ঘটেছে অনবদ্য এক মেলবন্ধন। যা শুধু গানই নয়, বরং ভালোবাসাকে নতুন করে ভেবে নেওয়ার আহ্বান।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘শেষ দিন’ নামের বিশেষ এই গানচিত্রটি প্রকাশ হয়েছে আজই (১৩ ফেব্রুয়ারি), পহেলা ফাল্গুনের প্রথম সন্ধ্যায়। সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত হয়।
গীতিকবি জুলফিকার রাসেলের কথায় যার সুর বুনেছেন যৌথভাবে তাহসান ও সাজিদ সরকার। সংগীতায়োজনেও আছেন সাজিদ সরকার।
গানটির বক্তব্যধর্মী কথার সঙ্গে মিল রেখে তৈরি হলো একটি ব্যয়বহুল ভিডিও। নির্মাণ করেছেন রাজচিন্ময়ী। যেখানে মডেল হিসেবে দেখা যাচ্ছে দুই শিল্পী তাহসান ও টিনাকে। মডেল হিসেবে আরও আছেন আকাশ ও নীলাঞ্জনা।
গানটির শুটিংয়ে দুই কণ্ঠশিল্পী টিনা ও তাহসান খান
গানটি প্রসঙ্গে তাহসানের ভাষ্য এমন, ‘কথাগুলো অসাধারণ। এটাই এ গানের মূল শক্তি। এছাড়া সুর যেহেতু নিজে করেছি; তাই এ বিষয়ে কথা বলবো না। মিউজিক অ্যারেঞ্জমেন্টে সাজিদ বরাবরই ভালো করে। আমার সঙ্গে টিনাও গেয়েছেন দারুণ। বাকিটা শ্রোতারা বলবেন।’
একই প্রসঙ্গে কণ্ঠশিল্পী টিনা বললেন, ‘শাস্ত্রীয় সংগীত নিয়ে মূলত আমার পড়াশোনা। আমার প্রথম অ্যালবামে এর প্রভাব ছিল। এরপর থেকে আমি চাইছিলাম পরবর্তী গানগুলোতে আরও অন্যরকম হোক। এই গানটিতে সেই চেষ্টাটা করা হয়েছে। সঙ্গে আছে তাহসান ভাইয়ের অসাধারণ গায়কি। ভিডিওটাও অনেক ভালো হয়েছে। এবার দর্শক-শ্রোতাদের মতামতের অপেক্ষায় থাকলাম।’
এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, ‘বলা যায়, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এটি আমাদের বড় প্রকল্প। সুর-সংগীত-গাওয়া ও ভিডিও, সবই খুব সুন্দরভাবে হয়েছে। আশা করি আমাদের প্রত্যাশার চেয়েও ভালো সাড়া পাবো।’ কণ্ঠশিল্পী টিনা

/এম/এমএম/
সম্পর্কিত
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
বিনোদন বিভাগের সর্বশেষ
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
তামান্নার শুভ সূচনা
তামান্নার শুভ সূচনা