X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ফের চমকে দিলেন আজাদ-অর্জিতা

বিনোদন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৪

ভিডিওতে আজাদ-অর্জিতা একে আজাদ ও অর্জিতা দত্ত- দুজনেই এখন ইউটিউব পর্দার বড় তারকা। মিউজিক ভিডিওর দৌলতে তাদের এই জনপ্রিয়তা।
দুজনে জুটি বেঁধে প্রথম চমকে দেন ২০১৬ সালে। ‌‘তুই আমার মন ভালো রে’ নামের একটি কাজের মাধ্যমে। অটামনাল মুনের এই গানটিতে আজাদ-অর্জিতার রসায়ন সত্যিই অসাধারণ ছিল। ভিডিওটি নির্মাণ করেছিলেন ইমরান কবির হিমেল।
ভিডিওতে আজাদ-অর্জিতা এরপর তারা আলাদা হয়ে প্রচুর কাজ করেছেন। মিলেছে প্রশংসাও। যদিও জুটি হিসেবে তাদের রসায়ন মিস করছিলেন গান-ভিডিওর নিয়মিত দর্শকরা। বিলম্বে হলেও সেই অভাব এবার কাটলো বলে। একই নির্মাতা আজাদ-অর্জিতা জুটিকে নিয়ে ফের নির্মাণ করলেন গানচিত্র। এবারের নাম ‘খোলা চিঠি’।
সিএমভির ব্যানারে সদ্য প্রকাশিত এই গানটি লিখেছেন শহিদ মাহমুদ জঙ্গী। সুমন কল্যানের সংগীতে গানটির সুর করেছেন শামস সুমন। কণ্ঠও দিয়েছেন সুরকার নিজেই।   
ভিডিওতে আজাদ-অর্জিতা ভিডিওটিতে আজাদ-অর্জিতাকে দেখা গেছে একেবারে ভিন্ন আবহে। নৈসর্গিক লোকেশনে তারা দুজন হারিয়ে গেছেন রোমান্টিকতার অতলে।
একে আজাদ বলেন, ‌‘অনেক দিন পর আমাদের আরেকটি ভালো কাজ হলো। ধন্যবাদ জানাই নির্মাতাকে। গানটিও সুন্দর। আশা করছি সবাই কাজটি পছন্দ করবেন।’
প্রকাশনা উৎসবে অতিথিরা এদিকে গানচিত্রটি প্রকাশনা উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর এক অভিজাত রেস্তোরাঁয় আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। এতে উপস্থিত হয়ে সিএমভি’র ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করেন সংগীতশিল্পী নকিব খান। এসময় আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী কাজী হাবলু, তপন চৌধুরী, লাবু রহমান, লাবিক কামাল গৌরব, প্রযোজক এসকে সাহেদ আলী, অভিনেতা আহসান হাবিব নাসিমসহ গান সংশ্লিষ্টরা।
খোলা চিঠি:

/এমএম/
সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা