X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মাঘের শীতে বৃষ্টির গল্প!

বিনোদন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০২

একটি দৃশ্যে নাদিয়া খানম ও সাজিব জামান মাঘের শীতে বৃষ্টির গল্প—এমন একটি প্রেক্ষাপট নিয়ে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রেইন লাভ’। নির্মাণ করেছেন ভিকি জাহেদ।
যিনি এর আগেও বেশ ক’টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে কুড়িয়েছেন প্রশংসা। ধারণা করা হচ্ছে, এবারও তার ব্যতিক্রম হবে না। কারণ, পঞ্চমবারের মতো ভিকির চলচ্চিত্রে অভিনয় করলেন নাদিয়া খানম।
আরেকটি দৃশ্যে সাজিব জামান এবারের কাজটি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ভিকি ভাইয়ার সাথে এটা আমার পঞ্চম স্বল্পদৈর্ঘ্য! সংখ্যায় কিন্তু কম নয়। কারণ, এমন কাজ এখানে খুব কমই হয়। এরমধ্যে আমাদের ‘মায়া’, ‘দূরবীন’ ও ‘আজ আমার পালা’ নামের কাজগুলো দর্শক অনেক পছন্দ করেছে। এবারের গল্পটিও অনেক সুন্দর। গল্পের ক্লাইমেক্স দর্শকদের ভাবাবে।”
এতে নাদিয়ার বিপরীতে নায়ক হিসেবে হাজির হচ্ছেন একেবারেই নতুন মুখ। নাম সাজিব জামান।
নির্মাতা ভিকি বলেন, ‘চেনা নায়িকা নাদিয়ার সঙ্গে এবার নতুন নায়ক উপহার দিচ্ছি। গল্পের প্রয়োজনেই নতুন মুখ খুঁজছিলাম। সাজিবকে প্রথম দেখি একটি বিলবোর্ডে। দেখে মনে হলো, এ হতে পারে আমার চলচ্চিত্রের নায়ক। এরপর অডিশন নেওয়া হলো এবং সিলেক্ট হলো। আমার বিশ্বাস ওর অভিনয় সবার ভালো লাগবে।’
ছবির গল্প প্রসঙ্গে নির্মাতা আরও জানান, ‘রেইন লাভ’ হচ্ছে মাঘের শীতে বৃষ্টির গল্প। আর এই অদ্ভুত-অসময়ে ঝরে পড়া বৃষ্টি সাধারণ দুজন ছেলেমেয়ের জীবনে অসাধারণ কিছু মুহূর্ত সৃষ্টি করে। যে মুহূর্তগুলো ওদের জীবন পাল্টে দেয়। কীভাবে পাল্টে দেয়, সেটি স্পষ্ট হবে ছবিটি দেখলে।
দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে নির্মিত হয়েছে এটি। প্রতিষ্ঠানটি এবারই প্রথম নিজস্ব তত্ত্বাবধানে কোনও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলো।
প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ‘রেইন লাভ’ মুক্তি পাচ্ছে ২৫ ফেব্রুয়ারি। এদিন বিকালে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল, ফেসবুক পেইজ ছাড়াও বেশ ক’টি ভিডিও শেয়ারিং সাইটে এটি উন্মুক্ত হবে।

/এস/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিনোদন বিভাগের সর্বশেষ
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার