X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কণ্ঠে কণা-মাহতিম, পর্দায় তিশা-সুমন

বিনোদন রিপোর্ট
১৩ মার্চ ২০১৯, ১৯:১৫আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২১:১৪

রেকর্ডিংয়ে কণা ও মাহতিম সাকিব, পর্দায় তিশা ও সুমন এবিএম সুমন ও নুসরাত ইমরোজ তিশাকে জুটি করে প্রথমবার ওয়েব সিরিজ নির্মাণ করলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাম ‘কুয়াশা’। সম্প্রতি এর ট্রেলার প্রকাশের মাধ্যমে এ জুটিকে দেখার তৃষ্ণা বেড়েছে দর্শকদের।
এবার সেই তৃষ্ণার খানিকটা মিটছে গান প্রকাশের মাধ্যমে। ‘কিছু মুখ’ শিরোনামের এই গানটি অদ্য (১৩ মার্চ) সন্ধ্যায় প্রকাশ পেয়েছে সিনেস্পটের ইউটিউব চ্যানেলে। জনি হকের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা ও মাহতিম সাকিব। দুজনার একসঙ্গে এটাই প্রথম কাজ। গানটির সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।
কিছু মুখ চেনা চেনা লাগে/ দেখেছি হয়তো কোথাও আগে/ পিছু ফিরে তাকালেই সুখ জাগে/ প্রেমেরই রাগে অনুরাগে/ একা একা আমার দিন রাত/ বাড়িয়ে দাও তোমার দুই হাত...। এমন মায়াময় কথার সঙ্গে গানটির দৃশ্যে উঠে এসেছে এবিএম সুমন আর তিশার মধ্যকার আবেগ জড়ানো কিছু অসাধারণ মুহূর্ত। যার মধ্য দিয়ে আঁচ করা যায়, ‘কুয়াশা’ ওয়েব সিরিজটির ধাঁচ।
‘কিছু মুখ’ গানটির ভিডিও:

গানটি গাওয়া প্রসঙ্গে কণা বলেন, ‘মাহতিম সাকিবের গায়কি আমার ভালো লাগে। রেকর্ডিংয়ের আগে জানতাম না এটি ওর প্রথম দ্বৈত গান। সে হিসেবে গানটি আমাদের দুজনের জন্যই অন্যরকম ভালোলাগার বিষয়। আর গানটির সঙ্গে সিরিজটির যে গল্প উঠে এসেছে, সেটিও আবেগ জড়ানো। আশা করছি পুরো বিষয়টি ভালো লাগবে সবার।’
এদিকে মাহতিম সাকিব বলেন, ‘এটাই আমার প্রথম দ্বৈতগান। যেখানে দেশের জনপ্রিয় শিল্পী কণা আপুকে সঙ্গে পেয়েছি। খুব ভালো লেগেছে গানটি করে।’
অপরাধ বিষয়ক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘কুয়াশা’ ওয়েব সিরিজটি। ইনোভেট সলিউশনের প্রযোজনায় ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে এবিএম সুমন, নুসরাত ইমরোজ তিশা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম।
‘কুয়াশা’র ট্রেলার:

জানা গেছে, সিরিজটি শিগগিরই ধারাবাহিকভাবে উন্মুক্ত হচ্ছে সিনেস্পটের একাধিক ভিডিও প্ল্যাটফর্মে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
বিনোদন বিভাগের সর্বশেষ
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
তামান্নার শুভ সূচনা
তামান্নার শুভ সূচনা