X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

গৃহিণীদের বিচারক পার্থ বড়ুয়া

বিনোদন রিপোর্ট
১৯ মার্চ ২০১৯, ১৪:০৫আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৭:৩৫

পার্থ বড়ুয়া। ছবি: সংগৃহীত সাংসারিক ব্যস্ততার চাপে অনেক নারীই নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পান না। এবার সেই প্রতিভাময়ী নারীদের জন্য আয়োজন করা হচ্ছে একটি প্রতিযোগিতার।
‘সুপার সিঙ্গার’ নামের এই শোতে গৃহিণীরা লড়াই করবেন কণ্ঠশিল্পী হিসেবে। আর সেই লড়াইয়ের অন্যতম বিচারক হিসেবে পাওয়া যাবে শিল্পী, সংগীত পরিচালক, অভিনেতা পার্থ বড়ুয়াকে।
বিচারকের আসনে তার দুইপাশে আরও বসবেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও অভিনেত্রী তারিন। পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে সিলন চা।
এখন চলছে প্রতিযোগিতাটির নিবন্ধন পর্ব। কিছুদিনের মধ্যেই এটি প্রচার হবে এনটিভিতে—জানালেন পার্থ বড়ুয়া।
ফাহমিদা নবী। ছবি: সাজ্জাদ হোসেন তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা অসাধারণ একটি আইডিয়া। আমার জানামতে গৃহিণীদের নিয়ে এত বড়মাপের রিয়েলিটি শো এখানে আর হয়নি। আমি আগেও সিললেন মিউজিক্যাল প্রজেক্টে কাজ করেছি। তবে সেটি ছিল পুরনো গানগুলোর নতুন করে উপস্থাপন। বেশ সফলতা পেয়েছি সেখান থেকে। এবার রিয়েলিটি শো করছি। আশা করছি এটিও বেশ সাড়া ফেলবে বাংলার ঘরে ঘরে। কারণ, আমাদের বিশ্বাস গৃহিণীরা সংসার সামলানোর পাশাপাশি গানেও সমান প্রতিভা রাখেন। সেটি এবার পুরো জাতি দেখবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। সেই প্রস্তুতিই নিচ্ছি আমরা।’
তারিন জাহান। ছবি: সংগৃহীত সিলন চা কর্তৃপক্ষ জানান, এই আসরের বিজয়ী গৃহিণী পাবেন ২০ লাখ টাকা। আর প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ ও ৫ লাখ টাকা।  
২০ থেকে ৫০ বছর বয়সী বিবাহিত নারীরাই এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এরইমধ্যে শুরু হয়েছে এর নিবন্ধন। এটি চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। রেজিস্ট্রেশন করতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে SSS (Space) District (Space) Name, পাঠাতে হবে 26969 নাম্বারে।
সিলন মিউজিক লাউঞ্জের একটি গান:

/এমআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি