X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ইরানে শুটিংয়ে আহত অনন্ত জলিল

বিনোদন রিপোর্ট
২০ মার্চ ২০১৯, ১৬:০৮আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৮:০৯

ইরানে শুটিংয়ে অনন্ত জলিল ইরানে শুরু হয়েছে নায়ক-প্রযোজক অনন্ত জলিলের নতুন ছবি ‘দ্বীন দ্য ডে’র শুটিং। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে দেশটির বিভিন্ন লোকেশনে চলছে এর কাজ।
এদিকে সেখানে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে আহত হয়েছেন অনন্ত।
বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির ইরানি অংশের পরিচালক মুর্তজা অতাশ জমজমের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ।
ইরানের হেরাতের এক দুর্গম পাহাড় ও মরুভূমি এলাকায় শুটিং করছিলেন অনন্ত জলিল। এ সময় উটের পিঠ থেকে পড়ে গিয়ে তিনি আহত হন।
ইরানে আহত অনন্ত জলিল ঘটনার পরপরই তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পর্যাপ্ত চিকিৎসাব্যবস্থা না থাকায় তেহরান থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইরানের তৃতীয় বৃহত্তম নগরী এসফাহনে অনন্তকে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসক জানিয়েছেন, অনন্ত জলিল বুকের পাঁজরে মারাত্মক ব্যথা পেয়েছেন। তাকে দুই সপ্তাহের সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এরপরই ঢাকায় ফিরে আসেন অনন্ত জলিল। কিন্তু ফেরার পর তার বুকের ব্যথা আরও বেড়ে যায়। তাই তিনি এখন  থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি আছেন।
ইরানে গত ২৭ ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হয়। টানা দুই সপ্তাহ এটি চলে। পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা তুলে ধরা হবে ছবিতে। ইরান ছাড়াও এই ছবির শুটিং হবে বাংলাদেশ, লেবানন ও সিরিয়ায়।
যৌথ প্রযোজনার এ ছবিতে আরও অভিনয় করেছেন অনন্তর স্ত্রী নায়িকা বর্ষা, বন্ধু সুমন ফারুক। এছাড়াও ইরান-লেবাননসহ বেশ কয়েকটি দেশের প্রথম কাতারের তারকারা এতে যুক্ত আছেন। ইরানে শুটিংয়ে উটের পিঠে (সামনে) অনন্ত জলিল

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
ঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
কবিগুরুর ১৬২তম জন্মজয়ন্তীঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন