X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

৪ হাজার ২৪০টি স্বল্পদৈর্ঘ্য থেকে নির্বাচিত ১১!

বিনোদন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৯, ১৪:৫৭আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৫:০০

৪ হাজার ২৪০টি স্বল্পদৈর্ঘ্য থেকে নির্বাচিত ১১! কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্র জেতে সর্বোচ্চ পুরস্কার পাম দ’র। তবে সেরা স্বল্পদৈর্ঘ্য ছবির নির্মাতাকেও দেওয়া হয় স্বর্ণ পাম।
৭২তম আসরে এই পুরস্কারের জন্য লড়তে জমা পড়েছিল ৪ হাজার ২৪০টি ছবি। নির্বাচক কমিটি সব দেখে সেরা ১১টি ছবি চূড়ান্ত করেছে। এর মধ্যে রয়েছে ৯টি কাহিনিচিত্র, একটি প্রামাণ্যচিত্র ও একটি অ্যানিমেশন।
১১টির মধ্যে স্বাগতিক দেশ ফ্রান্সের একক দুটি ও যৌথ প্রযোজিত দুটি স্বল্পদৈর্ঘ্য ছবি আছে এই তালিকায়। ফ্রান্সের সঙ্গে যৌথ প্রযোজনায় আছে আলবেনিয়া ও গ্রিস। আর্জেন্টিনার স্বল্পদৈর্ঘ্য ছবি আছে দুটি। ইসরায়েল একটি একক ও আরেকটি ছবি ইউক্রেন ও যুক্তরাজ্যের সঙ্গে যৌথ প্রযোজনা করেছে। এছাড়া ফিনল্যান্ড, সুইডেন ও যুক্তরাষ্ট্রের একটি করে ছবি জায়গা পেয়েছে। এগুলোর দৈর্ঘ্য ১৪-১৫ মিনিট।
৭২তম কান উৎসবে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য ছবির তালিকা
* দ্য ভ্যান (এরেনিক বেকিরি)
* আনা (ডিকেল বেরেনসন)
* দ্য জাম্প (ভ্যানেসা দুমো ও নিকোলা দেবনেল)
* দ্য ডিসট্যান্স বিটউইন আস অ্যান্ড দ্য স্কাই (ভ্যাসিলিস কেকাটস)
* অল ইনক্লুসিভ (তিমু নিক্কি)
* হু টকস (এলিন ওভারগার্ড)
* অ্যান্ড দেন দ্য বিয়ার (আনিয়েস প্যাট্রন)
* বাটারফ্লাইস (ইয়োনা রোজেনকিয়ার)
* মনস্টার টক (অগাস্তিনা স্যান মার্টিন)
* হোয়াইট ইকো (ক্লোয়ি সেভিনি)
* দ্য ন্যাপ (ফেদেরিকো লিই টাশেলা)
এদিকে সিনেফঁদাসোর ২২তম আসর বসতে যাচ্ছে কানসৈকতে। এ বিভাগে এবার জমা পড়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্তের ছোট দৈর্ঘ্যের ২ হাজার ছবি। সেগুলো থেকে সেরা ১৭টি ছবি বেছে নিয়েছে আয়োজকরা। এর মধ্যে ১৪টি কাহিনিচিত্র ও তিনটি অ্যানিমেটেড ছবি। ছয়টি স্কুলের শিক্ষার্থীরা প্রথমবার কানের টিকিট পেলেন।
এশিয়ার মধ্যে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজি ইউনিভার্সিটির শিক্ষার্থী চকি লিনের ‘অ্যাডাম’ ও দক্ষিণ কোরিয়ার কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্টসের শিক্ষার্থী ইয়ন জেগওয়াঙের ‘অ্যালিয়েন’ স্থান করে নিয়েছে তালিকায়। এছাড়া ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দুটি করে ফিল্ম স্কুল আর ফিলিস্তিন, ইসরায়েল, বেলজিয়াম, চেক রিপাবলিক,  রাশিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া ও পোল্যান্ডের একটি করে ছবি নির্বাচিত হয়েছে সিনেফঁদাসোতে।
এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ফিল্ম স্কুলের শিক্ষার্থীদের বিভাগ সিনেফঁদাসোতে বিচারকদের প্রধান থাকবেন ফরাসি নারী নির্মাতা ক্লেয়ার ডেনিস। পালে দে ফেস্তিভাল ভবনের বুনুয়েল থিয়েটারে আগামী ২৩ মে সিনেফঁদাসোর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার তুলে দেবেন তিনি। এরপর ২৫ মে সমাপনী আয়োজনে তার হাত থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বর্ণ পাম গ্রহণ করবেন বিজয়ী নির্মাতা।
আগামী ১৪ মে শুরু হবে কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসর। এবার প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান থাকছেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। দক্ষিণ ফরাসি উপকূলের শহরে উৎসব চলবে ২৫ মে পর্যন্ত। প্রয়াত নির্মাতা আনিয়েস ভারদার প্রথম ছবির শুটিংয়ে তোলা একটি স্থিরচিত্র নিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজনের অফিসিয়াল পোস্টার।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগাল
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগাল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
বিনোদন বিভাগের সর্বশেষ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি