X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

২৫ বছর পর ফিরছে দস্যুরানি ফুলন দেবী

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
২১ মে ২০১৯, ১৯:৫২আপডেট : ২১ মে ২০১৯, ২০:০১

ভারতীয় প্যাভিলিয়নে তনিষ্ঠা চট্টোপাধ্যায় ও নির্মাতা মধুর ভান্ডারকর দস্যুরানি ফুলন দেবীর সাহসিকতার গল্প নিয়ে ১৯৯৪ সালে ভারতীয় নির্মাতা শেখর কাপুর নির্মাণ করেন ‘ব্যান্ডিট কুইন’। কান চলচ্চিত্র উৎসবের প্যারালাল বিভাগ ডিরেক্টরস ফোর্টনাইটে স্থান পায় এটি। ২৫ বছর পর ওয়েব সিরিজে ফিরছে ফুলন দেবীর গল্প।
কানের ৭২তম আসরে দক্ষিণ ফরাসি উপকূলে ভারতীয় প্যাভিলিয়নে গত ১৮ মে সীমা বিশ্বাস অভিনীত ‘ব্যান্ডিট কুইন’ রিমেকের ঘোষণা দেন প্রযোজক ববি বেদি। এর নাম রাখা হয়েছে ‘ফুলন দেবী’। এটি সাজানো হবে ২০ পর্বে। দস্যু থেকে সাংসদ হওয়া ফুলন দেবীর জীবন ও মৃত্যুর গল্প উঠে আসবে এতে।
২০০১ সালের জুলাইয়ে দিল্লিতে নিহত হন তিনি।
‘ফুলন দেবী’ পরিচালনা করবেন তিগমাংশু ঢুলিয়া। তবে প্যাভিলিয়নে তিনি ছিলেন না। ‘ব্যান্ডিট কুইন’-এর কাস্টিং ডিরেক্টরের দায়িত্ব ছিল তার ওপর।
ওয়েব সিরিজটিতে নাম ভূমিকায় থাকছেন তনিষ্ঠা চট্টোপাধ্যায়। ৩৮ বছর বয়সী ভারতীয় এই অভিনেত্রী কয়েক মাসের মধ্যে এর শুটিং শুরু করবেন। দুই মৌসুমে ‘ফুলন দেবী’র ১০ পর্ব করে মুক্তি পাবে। প্রথম মৌসুম শেষ হবে ফুলনের আট বছরের কারাজীবনকে ঘিরে। মুক্তি পাওয়ার দুই বছরের মধ্যে সাংসদ হন তিনি।
প্যাভিলিয়নে বসে তনিষ্ঠা বলেন, ‘ব্যান্ডিট কুইন মুক্তির কয়েক বছর পর পোল্যান্ডে দেখেছি। তবে ওয়েব সিরিজটি সিক্যুয়েল কিংবা রিমেক নয়।’
প্যাভিলিয়নে ‘ফুলন দেবী’ টিম ৩৮ বছর বয়সী তনিষ্ঠা বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন। এ তালিকায় আছে অস্কার মনোনীত ‘লায়ন’ (২০১৬), ব্রিটিশ নির্মাতা জো রাইটের ‘আনা কারেনিনা’ (২০১২), ‘ব্রিক লেন’ এবং ইতালিয়ান ছবি ‘বারাহ অ্যানা’। বাংলা ভাষার ছবি ‘শ্যাডোস অব টাইম’ (২০০৫), ‘বিবর’-এ (২০০৬) অভিনয় করেন তিনি। তার হাতে এখন আছে নিজের পরিচালিত প্রথম ছবি ‘রোম রোম মে’।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগাল
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগাল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…