X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

অনলাইনে ঈদের সাত দিনে সাত নাটক!

বিনোদন রিপোর্ট
২৮ মে ২০১৯, ১০:০৫আপডেট : ২৮ মে ২০১৯, ১৭:০৯

তাহসান, তিশা, জোভান, টয়া, মোশাররফ করিম ও জুঁই (ঘড়ির কাঁটার দিক) প্রিয় তারকার অনবদ্য অভিনয় আর জীবনের নানাবিধ গল্প নিয়ে নির্মিত হয়েছে সাতটি ধারাবাহিক। ঈদ আয়োজনে এগুলো দেখতে পারবেন দর্শকরা।

তবে টেলিভিশন চ্যানেল নয়, এগুলো আসছে ইউটিউব চ্যানেল ধ্রুব টিভিতে। ব্যতিক্রমী এই আয়োজনে থাকবে চারপাশে ঘটে যাওয়া সত্য, সহজ, সাবলীল সুন্দর এবং সৌন্দর্যের গল্প।

ধ্রুব টিভির কর্ণধার সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘বরাবরের মতো এবারও দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখেই ঈদের নাটকগুলো প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি ধ্রুব টিভির সঙ্গে দর্শকদের এবারের ঈদ অনেক ভালো কাটবে’।
এই ৭টি নাটকের মধ্যে একটি শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় এবং জিয়াউল ফারুক অপূর্ব, মম ও আলিফের অভিনয়ে ‘বাউন্ডুলে’ ।
থাকছে মাবরুর রশীদ বান্নাহর গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘আঙুলে আঙুল’। এতে অভিনয় করেছেন তাহসান খান ও নুসরাত ইমরোজ তিশা। আরফান নিশো ও তানজিন তিশা জুটির রসায়নে থাকছে ‘দ্য এন্ড’। রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।
ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় ‘প্রথম প্রেমই শেষ প্রেম নয়’। রোমান্টিক এই নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তিশা। কাজল আরেফিন অমি'র গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘দ্য টেইলর’। আরফান নিশো ও সাবিলা নূরের অভিনয়ে এই নাটকটিও দেখা যাবে ধ্রুব টিভিতে।
ফজলুল সেলিমের রচনা ও পরিচালনায় ‘গুড বয়’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম, জুঁই করিমসহ অনেকে। রাফাত মজুমদার রিংকুর রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘টান’। এতে অভিনয় করেছেন জোভান ও টয়া।

নাটকগুলোর মুক্তির সময়সূচি প্রোমোর মাধ্যমে শিগগিরই প্রকাশ করবে চ্যানেলটি।

/এম/এমওএফ/
সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা