X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঢাকার মঞ্চে গাইবেন নোবেল-অঙ্কিত

বিনোদন রিপোর্ট
৩০ জুন ২০১৯, ০০:০৪আপডেট : ৩০ জুন ২০১৯, ১৬:০৬

অঙ্কিত ও নোবেল ঢাকার মঞ্চে প্রথম একসঙ্গে গাইবেন বাংলাদেশের তরুণ তারকা মাঈনুল আহসান নোবেল ও ভারতের অঙ্কিত তিওয়ারি।
ভারতীয় চ্যানেল জি বাংলার ‘সা রে গা মা পা’র মাধ্যমে রাতারাতি তারকা বনে যাওয়া নোবেলের কথা তো প্রায় সবারই জানা। অন্যদিকে বলিউডের ‘আশিকি ২’ ছবির ‘শুন রাহা হ্যায়’ গান গেয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অঙ্কিত তিওয়ারি। প্রথমবার তিনি ঢাকায় আসছেন গাইতে।

১৯ জুলাই অনুষ্ঠিতব্য এই কনসার্ট যৌথভাবে আয়োজন করছে এটিএন ইভেন্টস ও সানগ্লো এন্টারটেইনমেন্ট। এতে নোবেল ও অঙ্কিত ছাড়া আরও অংশ নিচ্ছেন বাংলাদেশের তাসনিম আনিকা ও ভারতের সানা খান।
পুরো আয়োজনটি সম্পর্কে আগাম জানাতে ২৯ জুন দুপুরে বিএফডিসি’র ৮নং ফ্লোরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা মীর মোতাহার হাসান, এটিএন ইভেন্টস'র ডিরেক্টর মাসুদুর রহমান, সানগ্লো এন্টারটেইনমেন্টের ডিরেক্টর (ইভেন্টস) মির্জা সাজিদ ও হেড অব অপারেশন আনিসুর রহমান।
এটিএন বাংলার উপদেষ্টা মীর মোতাহার হাসান বলেন, ‘দুই দেশের শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান সফল হবে বলে আশা করছি।’
জানান, এ কনসার্টে সিলভার টিকিটের জন্য লাগবে ২ হাজার, গোল্ডের জন্য ৫ হাজার এবং ভিআইপি টিকিটের জন্য ১৫ হাজার টাকা।
আগামী ৫ জুলাই থেকে ঢাকার বিভিন্ন রেস্তোঁরাসহ অনলাইনে পাওয়া যাবে কনসার্টের টিকিট।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!