X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

শুটিং বন্ধ সাবিলা নূরের!

বিনোদন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৯, ১৭:৩৪আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২৩:৪৬

সাবিলা নূর সামনে ঈদ। টিভি শিল্পীদের দম ফেলার ফুরসত নেই। প্রায় ২৪ ঘণ্টাই চলছে শুটিং। তবে এসবের বিপরীতে শুধু একজনেরই এসবের ব্যস্ততা নেই। বন্ধ রেখেছেন শুটিং, হয়ে আছেন একরকম গৃহবন্দি!
তিনি হলেন সাবিলা নূর।

কারণটা হলো গত প্রায় এক সপ্তাহ কাজ থেকে নিজেকে সরিয়ে রেখেছেন দেশের অন্যতম জনপ্রিয় এই টিভি তারকা। ঈদের আগ পর্যন্ত সেই অর্থে আর কোনও কাজ করবেন না বলে সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
বিষয়টি শোনা যাক সাবিলার মুখেই, ‘অন্য কিছু নয়, পড়াশোনার কারণেই এই অবস্থা। আমার পরীক্ষা শুরু হয়েছে ৩ আগস্ট থেকে। তাই শুটিং আপাতত করছি না। অবশ্য এর আগেই ১২টির মতো নাটকের কাজ করা আছে। এগুলোই এবারের ঈদে প্রচার হবে।’
সাবিলা বাংলা ট্রিবিউনকে জানান, তিনি পড়ছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এ ইংরেজি বিভাগে। ৩ থেকে ৮ আগস্ট পর্যন্ত ষষ্ঠ সেমিস্টারের মিডটার্ম পরীক্ষা চলবে। তবে রুবেল হাসানের ‘রাজকুমার’ নাটকের অল্প কিছু কাজ বাকি আছে। সেটা পরীক্ষার পর যেকোনও দিন করে দেবেন তিনি।
এদিকে সাবিলা এবারের ঈদে ইমরাউল রাফাতের চারটি, মেহেদি হাসান হৃদয়ের তিনটি, সাগর জাহান, রুবেল হাসানের একটি করে মোট ১২টি নাটকে কাজ করেছেন। এসব নাটকে তার বিপরীতে আছেন মোশাররফ করিম, অপূর্ব, তৌসিফ প্রমুখ।
উল্লেখযোগ্য নাটকের নাম হলো- ‘তোমার চোখেতে’, ‘জোকার জসিম’, ‘বেটার হাফ’, ‘স্ক্রিনশট’, ‘তোমার হাজবেন্ড কি জানে’, ‘রাজকুমার’, ‘ফালতু সিরিজ’, ‘তোমার গল্পে আমি নেই’ প্রভৃতি।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এবার তিনি কবি!      
এবার তিনি কবি!      
আবার শুরু...
আবার শুরু...
উপমার ‘শেষ ভালোবাসা’
উপমার ‘শেষ ভালোবাসা’
দিলীপ কুমারকে যেভাবে স্মরণ করলেন সায়রা বানু
দিলীপ কুমারকে যেভাবে স্মরণ করলেন সায়রা বানু
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট