X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আসছে শিরোনামহীনের নতুন লাইনআপের প্রথম অ্যালবাম

বিনোদন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৯, ১৪:৪২আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১৭:২১

শিরোনামহীন ২০১৭ সালের অক্টোবরে নতুন লাইনআপে আসে ব্যান্ড শিরোনামহীন। দল থেকে বের হয়ে যান তানযীর তুহীন। সে স্থানে যুক্ত হন শেখ ইশতিয়াক।
এই লাইনআপে এখন পর্যন্ত এসেছে পাঁচটি গান। এগুলোর সবই ছিল সিঙ্গেল ভিডিও। এবার নতুন এই লাইনআপে আসছে তাদের প্রথম অ্যালবাম।

আগামী বছরের শুরুতে এটি প্রকাশ হবে বলে জানালেন ব্যান্ড নেতা জিয়া রহমান।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের পাঁচটি গান প্রকাশিত হয়েছে। আরও ৩-৪টি গান তৈরি করব। এরপর এগুলো দিয়ে অ্যালবাম প্রকাশ হবে। আমাদের ইচ্ছে ছিল, চলতি বছরের শেষেই এটি করার। তবে তা না হলে আগামী বছরের শুরুতে অ্যালবামটি আসবে।’

অ্যালবামের চূড়ান্ত গানগুলো হলো- জাদুকর, বোহেমিয়ান, বারুদ সমুদ্র, এই রাতে ও এই অবেলায়।
জিয়া জানান, এখন বাকি গানগুলো তৈরি কাজ চলছে।

শিরোনামহীনের লাইনআপ:
জিয়া রহমান (বেজ গিটার)
কাজী আহমাদ সাফিন (ড্রামস)
দিয়াত খান (লিড গিটার)
রাসেল কবীর (কি-বোর্ড)

শেইখ ইশতিয়াক (ভোকাল)
জাদুকর: 

এই অবেলায়: 



/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু