X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নেপালে ঘুরতে গিয়ে ‘গিনিপিগ’

বিনোদন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ০৯:৪২আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৭:০৬

একটি দৃশ্যে হাসান ও অর্ষা কষ্টিপাথরের একটি মূর্তি পেয়ে ভালোই বিপাকে পড়েছেন নেপালে বেড়াতে যাওয়া কয়েকজন বাংলাদেশি। এরজন্য কাউকে কাউকে হতে হয়েছে গিনিপিগ! মানে, চুরি না করেও চোরের দায় চাপিয়ে দেওয়ার মতো ঘটনা।
এমন এক গল্প নিয়ে নেপালে গিয়ে নাটক নির্মাণ করেছেন দীপু হাজরা। এর চিত্রনাট্য লিখেছেন অঞ্জন আইচ। ‘গিনিপিগ’ নাটকটি প্রচার হবে শনিবার (৯ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আখম হাসান, নাজিয়া হক অর্ষা, তারিক স্বপন, সুজাত শিমুল, সূচনা আজাদ ও অঞ্জন আইচ।
নাটকটির গল্প প্রসঙ্গে দীপু হাজরা জানান, এতে দেখা যাবে সবুজ ও বাদশা দুই বন্ধু। একটি ট্যুর কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে ঘুরতে যায় নেপালে। দুই বন্ধু পাহাড়ে হাঁটছিল, হঠাৎ তাদের পায়ে আটকে গেল একটি কষ্টিপাথরের মূর্তি, যা অতি মূল্যবান। এ মূর্তি এখন কী করবে দুই বন্ধু ভেবে পায় না। অগত্যা পরামর্শের জন্য উপস্থিত হয় গাইড রাহুলের সামনে। এ কান ও কান করতে করতে দলের অন্য মহিলা সদস্য অবন্তীও বিষয়টি জেনে ফেলে। সেও মূর্তিটি হজম করতে চায়। তৈরি হতে থাকে নতুন নতুন জটিলতা।
নাটকের শেষ দিকে জানা যায়, এই মূর্তিকাণ্ডে কেউ কেউ বনে যান গিনিপিগ!

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি