X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে আরব অভিনেত্রী

বিনোদন ডেস্ক
১৬ নভেম্বর ২০১৯, ১৫:২৩আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১৬:৫৫

ক্যাম্পে সাবরি আরবি ভাষার জনপ্রিয় চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী হেন্দ সাবরি বাংলাদেশে এসেছেন। গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রথমবারের মতো কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার অনুভূতি তুলে ধরেন।

বলেন, ‌‘আমি বেশ কিছু নারীদের সঙ্গে কথা বলেছি, যারা সত্যিকার অর্থেই অনুপ্রেরণা। পুরুষদের অবর্তমানে তারা এখন পরিবার প্রধানের দায়িত্ব পালন করছেন। এরমধ্যেও তাদের গল্পগুলো হৃদয়বিদারক।’
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডাব্লিউএফপি) শুভেচ্ছাদূত হিসেবে ৩৯ বছর বয়সী এই তারকা প্রথমবারের মতো বাংলাদেশে এলেন।
মূলত খাদ্য বন্টন, শিশু পুষ্টি, নারীদের দক্ষতা নিয়ে কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। তারই অংশ হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তিনি যান। শিশুদের সঙ্গে ঘুড়ি ওড়াতে ব্যস্ত এই তারকা। ছবি- ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম

সেখানকার অধিকাংশ খাদ্য সহায়তা আসছে ওয়ার্ল্ড ফুড প্রোগাম থেকে। এছাড়াও আশ্রিতদের দক্ষতা ও জ্ঞানবৃদ্ধিতে এই সংগঠন কাজ করছে বলে উল্লেখ্য করেন সাবরি।

পাশাপাশি বাংলাদেশকেও ধন্যবাদ দিতে ভুলেননি তিউনেসিয়ায় জন্ম নেওয়া এই তারকা। বলেন, ‘বাংলাদেশকে ধন্যবাদ দেওয়া উচিত যে তাদের (রোহিঙ্গা) খুব কঠিন সময়ে এমন সমর্থন আশ্রয় দিয়েছে। বাংলাদেশের দয়ালু কর্মীরা রোহিঙ্গাদের জন্য নিরলসভাবে কাজ করেছেন।’

তিউনেসিয়ান অভিনেত্রী সাবরি মিশরের চলচ্চিত্র ও টিভি নাটকেও নিয়মিত অভিনয় করছেন। ২০১৩ সালে তিনি প্রভাবশালী ১০০ আরব অভিনেত্রী নির্বাচিত হন। এছাড়া তিনি ভেনিস চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সূত্র: রিলিফওয়েব, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!