X
সোমবার, ২৬ মে ২০২৫
১২ জ্যৈষ্ঠ ১৪৩২

ভাই-বোনের মধুর সম্পর্ক নিয়ে আসিফ আকবরের গান

বিনোদন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২০, ১৫:৩৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৮:২১

আসিফ আকবর ও মম ভাই-বোন হলো পৃথিবীর মধুরতম সম্পর্ক। এবার এই সম্পর্ককে নিয়ে গেয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। আর তার সঙ্গে আছেন গায়িকা আতিকা রহমান মম।
এর শিরোনাম ‘আমার ছোট বোন’। সুদীপ কুমার দীপের লেখা এই গানটির সুর-সংগীত করেছেন জেকে মজলিস।

এটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘‘আমাদের দেশে সাধারণত ভাই-বোনকে নিয়ে গান তেমন একটা হয় না। বিশেষ করে বড় ভাই ও ছোট বোনের মধ্যকার মধুর সম্পর্ক নিয়ে গান কেবল ফিল্মেই হয়তো দেখা যায়। সেই হিসেবে বলা যায়, ‘আমার ছোট বোন’ একটি ব্যতিক্রমধর্মী কাজ।’’
তিনি জানান, গানটির ভিডিও ফিল্মি ধাঁচে নির্মিত হয়েছে। গত ৯ জানুয়ারি সাভারের আমিন বাজারের একটি রিসোর্টে এর ভিডিও ধারণ হয়। এটি পরিচালনা করেছেন আতিকুর রহমান লাভলু। বাজনা বিডির ইউটিউব চ্যানেলে গান ও এর ভিডিও শিগগিরই প্রকাশিত হবে বলে নির্মাতা জানিয়েছেন।
উল্লেখ্য, মম এখন নবম শ্রেণির ছাত্রী। বেশ ছোটবেলা থেকেই নিয়মিত গান করছে সে। এ পর্যন্ত বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছে সে। ২০১৩ সালে দেশাত্মবোধক গান ‘শোন শোন বাংলাদেশ’-এর মাধ্যমে আলোচনায় আসে মম।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বাংলা ট্রিবিউন-এর ক্যামেরায় এবারের কান উৎসব
বাংলা ট্রিবিউন-এর ক্যামেরায় এবারের কান উৎসব
এ কোন ‘আলী’!
এ কোন ‘আলী’!
সেলিব্রিটি পডকাস্ট ‘স্ট্রেইট কাট তুষার’
সেলিব্রিটি পডকাস্ট ‘স্ট্রেইট কাট তুষার’
আলীর মতো গায়কদের উৎসর্গ করছি: রাজীব
আলীর মতো গায়কদের উৎসর্গ করছি: রাজীব
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা