X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

অপূর্ব-অদিতি দম্পতিকে নিয়ে আরিয়ানের চমক

বিনোদন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২০, ১৫:১০আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৭:২২

অদিতি ও অপূর্ব দম্পতি এবারের ভ্যালেন্টাইন ডে’তে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান হাজির হচ্ছেন বিশেষ চমক নিয়ে। কাজটির নাম ‘চারুর বিয়ে’। যার চিত্রনাট্য লিখেছেন অভিনেতা অপূর্বর স্ত্রী নাজিয়া হাসান অদিতি! আর নায়ক হলেন অপূর্ব নিজেই।
সিএমভি’র ব্যানারে শুটিং চলতি এই বিশেষ কাজের নাম ভূমিকায় আছেন মেহজাবীন চৌধুরী। বিভিন্ন চরিত্রে আরও আছেন অন্তু করিম, আল মামুন, সমু চৌধুরী, মিলি বাশার, আনজুমান আরা বকুল প্রমুখ।
আরিয়ান জানান, গেল ৪ দিন ধরে নাটকটির শুটিং চলছে ঢাকার বিভিন্ন লোকেশনে। এরমধ্যে চিত্রনাট্যের প্রয়োজনে যেতে হচ্ছে ঢাকার বাইরেও। কারণ, কাজটি অনেক বড় পরিসরে নির্মিত হচ্ছে।  
আরিয়ান বলেন, ‘এটা মূলত দুটি পরিবারের ভালোবাসার গল্প। আর সূত্রটা হচ্ছে চারুর বিয়ের আংটিবদলের মধ্য দিয়ে। এখানে চারু চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। সত্যি বলতে, এই গল্পটি নিয়ে আমরা ইউনিটের প্রতিটি মানুষ খুব এক্সাইটেড। আমি বলতে পারি, এমন গল্পের কাজ এর আগে হয়নি। সে জন্য কাজটি ঠিকঠাকভাবে তুলে আনার জন্য আমরা প্রচুর পরিশ্রম করছি। প্রতিটি মানুষ ইনভলব আছি। এমনকি ভাবি (নাট্যকার নাজিয়া হাসান অদিতি) নিজেও ইউনিটে হাজির থাকছেন। হয়তো দারুণ কিছুই হতে যাচ্ছে।’
একটি দৃশ্যে অপূর্ব ও মেহজাবীন নাট্যকার নাজিয়া হাসান অদিতি জানান, নাটকের জন্য এটি তার লেখা দ্বিতীয় গল্প।
এদিকে ‘চারুর বিয়ে’ প্রসঙ্গে এর প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘‘গানের পাশাপাশি এখন আমরা নাটক প্রযোজনা শুরু করেছি। ফলে গানের মতো নাটকেও ভালো কিছু উপহার দিতে চাই। ‘চারুর বিয়ে’ এমনই একটা কাজ, যেখানে ভালো গল্প, মেধাবী নির্মাতা আর সৎ অভিনয় শিল্পীদের চমৎকার সমন্বয় রয়েছে। আমার বিশ্বাস, এবারের ভ্যালেন্টাইনে সেরা উপহার হবে এই নাটকটি।’’   
জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ১৪ ফেব্রুয়ারি উন্মুক্ত হবে ‘চারুর বিয়ে’। মিজানুর রহমান আরিয়ান

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
শুটিংয়ে ফিরছেন শাবনূর
শুটিংয়ে ফিরছেন শাবনূর