X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

প্রথমবারের মতো চিরকুটের দেশের গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:২২

‘বাংলার কথা’ গানে চিরকুট ব্যান্ড

দেড় যুগের পথ পাড়ি দেওয়া জনপ্রিয় ব্যান্ড চিরকুট। শ্রোতাপ্রিয় এ দলটি তাদের প্রতিটি কনসার্ট শুরু করে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধন ধান্য পুষ্পভরা’ গানটি দিয়ে। 

দেশ নিয়ে সচেতনতামূলক অনেক কাজেও তাদের দেখা গেছে। কিন্তু এ দীর্ঘ পথচলায় কখনোই দেশাত্মবোধক গান তৈরি করা হয়নি দলটির।

এবার সেটা হলো। গত ১ ফেব্রুয়ারি ‘বাংলার কথা’ নামের গান তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। এর কথা ও সুর করেছেন ব্যান্ডটির গায়িকা সুমী।

তিনি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘এর আগে সচেতনতামূলক ও তারুণ্য নিয়ে গান করেছি। কিছু কাজেও অংশ নিয়েছি। তবে দেশের গান বলতে যেমনটা বোঝানো হয়, সেভাবে দেখলে এটাই আমাদের প্রথম গান।’
গানটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়েছে। অনেকের শেয়ার ও মন্তব্যে সেই চিত্রই পাওয়া যাচ্ছে। গানটিতে অতিথি শিল্পী ব্যান্ডটির সঙ্গে বাজিয়েছেন তামজীদ ও শুভ্র।

এদিকে সংগীত ভুবনে ১৮ বছর পার করা চিরকুট ঘোষণা দিয়েছে ১৮টি গান প্রকাশের। যার প্রথমটি হলো ‘বাংলার কথা’।

সুমি বলেন, ‘এক বছরে ১৮টি গান প্রকাশ করাটা বেশ চ্যালেঞ্জের। তবে নিজেদের প্রাপ্তি ও ভক্তদের জন্য এটি আমরা করবো। আশা করি ধীরে ধীরে সব গান প্রকাশ হবে।’

২০০২ সালে চিরকুটের আত্মপ্রকাশ। চার বছরের মাথায় আসে তাদের প্রথম গান। এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে তিনটি অ্যালবাম। তুমুল জনপ্রিয়তা পায় ‘কানামাছি’, ‘খাজনা’, ‘বন্ধু’, ‘না বুঝি দুনিয়া’, ‘জাদুর শহর’, ‘আহারে জীবন’সহ অসংখ্য গান।

/এম/এমওএফ/
সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিনোদন বিভাগের সর্বশেষ
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে