X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

পঙ্গুত্বের আশঙ্কায় বেজবাবা সুমন

বিনোদন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৮

সুমন শারীরিকভাবে গুরুতর অসুস্থ অর্থহীন ব্যান্ডের গায়ক ও দেশসেরা বেজ গিটারিস্ট সুমন।

বেশ কয়েক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করা এ সংগীতশিল্পীর শরীরে জরুরি অস্ত্রোপচার করতে হবে। যার ফলে পঙ্গুত্ব বরণের আশঙ্কাও রয়েছে!

২৪ ফেব্রুয়ারি রাতে বিষয়টি সুমন নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

ক্যানসার ও দুর্ঘটনার জন্য এ পর্যন্ত তার শরীরে ১৫টির বেশি অস্ত্রোপচার হয়েছে এরই মধ্যে। তার মেরুদণ্ডের হাড় ভাঙা। এ কারণে দুটি ডিস্ক বসানো হয়েছিল। মেরুদণ্ডের জন্যই আবার অস্ত্রোপচারের দরকার হলো।

এ জন্য আগামী ১৯ মার্চ জার্মানি যাবেন তিনি। সেখানেই হবে অপারেশন।

সুমন বলেন, ‘আমার শরীরের অবস্থা ভালো না। সারা দিন বিছানায় শুয়ে থাকতে হয়। আমার স্পাইনের অবস্থা খুব খারাপ। ১৯ তারিখ সার্জারির জন্য জার্মানি যাচ্ছি। যদিও ডাক্তাররা খুব একটা আশাবাদী নন। সার্জারি অসফল হলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক কী হয়!’
গত বছরের সেপ্টেম্বরে জার্মানিতে গিয়ে মেরুদণ্ডের সর্বশেষ অপারেশন করিয়েছিলেন সুমন।

এদিকে সম্প্রতি ইউটিউবে এসেছে এই গায়কের নতুন গান ‘প্রথম’। মাসুদ হাসান উজ্জ্বলের চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর জন্য এটি তৈরি করা হয়। এর মাধ্যমে প্লেব্যাকে প্রথমবারের মতো গাইলেন বেজবাবা-খ্যাত এ গায়ক।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি