X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ঊনপঞ্চাশ বাতাস: এলো সিধু ও সোমলতার গান

বিনোদন রিপোর্ট
০৫ মার্চ ২০২০, ১৫:০১আপডেট : ০৫ মার্চ ২০২০, ১৭:২১

গানের একটি দৃশ্যে বর্ষণ ও শার্লিন কলকাতার অন্যতম ব্যান্ড ক্যাকটাসের সিধু আর জনপ্রিয় গায়িকা সোমলতা গেয়েছিলেন মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’-এ।
দুটোই আলাদা গান, বেশ রোমান্টিক। স্পষ্ট করে বললে, গান দুটির কথা, সুর, সংগীতায়োজন, কণ্ঠ আর দৃশ্য মিলিয়ে- ছড়িয়ে দেয় প্রেমময় জাল।
ছবিটির মিউজিক পার্টনার অনুপম রেকর্ডিংয়ের মাধ্যমে অন্তর্জালে গান দুটি অবমুক্ত হলো, দুদিনের ব্যবধানে। একটির নাম ‘যেখানে’ অন্যটি ‘চিবুক’। প্রথমটি গেয়েছেন সোমলতা আর পরেরটি সিধু। দুটোরই কথা, সুর আর সংগীতায়োজন করেছেন নির্মাতা উজ্জ্বল নিজেই।
গান দুটো প্রসঙ্গে উজ্জ্বলের বক্তব্য অনেকটাই এমন, ‘দুজনই আমার পছন্দের শিল্পী। তারা আমার প্রথম চলচ্চিত্রের অংশীদার হয়েছেন, এটা তৃপ্তির বিষয়। সবচেয়ে বড় বিষয়, গান তো করেছি সিনেমার দাবি থেকে। আমার ধারণা, দুজনের অসাধারণ গায়কী সেই দাবিটা মেটাতে পারবে।’
গান দুটির পর্দাজুড়ে হাজির আছেন এর কেন্দ্রীয় চরিত্র শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ।
পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা, ফটোগ্রাফি, সংগীত পরিচালনা, গান রচনা, এমনকি পোস্টার ডিজাইনও করেছেন সব্যসাচী নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।
যেখানে:

শুরু থেকেই ছবিটি প্রসঙ্গে তার ভাষ্য এমন, ‘‘সবার জীবনেই কিছু অনুভূতি থাকে, যা ভাষা, প্রতীক বা শব্দে প্রকাশ করা যায় না। অনুভবগুলো অনুভূত হতে হতেই যেন তার প্রকাশের আকৃতি বদলে যায়। এই রকম অনুভূতির ইংরেজি তর্জমা হতে পারে- ইনকমপ্লিট ব্রেথ। এই অসম্পূর্ণ প্রশ্বাসের চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’।’’
রেড অক্টোবরের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন। ২ ঘণ্টা ৪৫ মিনিটের এই চলচ্চিত্রের আরও অভিনয় করেছেন ইলোরা গওহর, ড. ইনামুল হক, সেঁওতি, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
ছবিটি আগামী ১৩ মার্চ মুক্তি পাচ্ছে।
চিবুক:

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...