X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

এশিয়ান ফুড ফিল্মের সেরা ২৫-এ শুভর ছবি

বিনোদন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২০, ০০:৩১আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৩:৫৮

ঋতুপর্ণা ও শুভ খাবার নিয়ে তৈরি এশিয়ার ২৫টি ছবির মধ্যে স্থান করে নিলো আরিফিন শুভ ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‌‘আহা রে’। আন্তর্জাতিক খ্যাতনামা ম্যাগাজিন ‘এশিয়ান মুভি পালস’ ছবিটিকে বেছে নেয়।

সেরা সিনেমার সে তালিকায় আছে পরিচালক অ্যাং লি-র ‘ইট ড্রিঙ্ক ম্যান ওমেন’, জুজো ইটামির ‘তামপোপো’সহ বেশ কিছু জাপানিজ, চাইনিজ ও উত্তর কোরিয়ার চলচ্চিত্র।

এদিকে ‘আহা রে’ ছবিটি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল।
রঞ্জন ঘোষ পরিচালিত এ ছবির মাধ্যমেই টলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন চিত্রনায়ক আরিফিন শুভ।

শুভ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খাবার নিয়েই এর গল্প। আর নিজেকে সেভাবেই প্রস্তুত করতে হয়েছিল। বেশ গুছিয়ে কাজটি সম্পন্ন হয়।’

শুভ জানান, দুই ধর্মের মানুষের ভালোবাসার গল্প উঠে এসেছে ‘আহা রে’-তে। যা আবর্তিত হয়েছে খাবারকে ঘিরে। এতে বাংলাদেশি যুবক হিসেবে সামনে এসেছেন শুভ নিজে। যার নাম ফারহাজ চৌধুরী। যিনি কাজের জন্য কলকাতা শহরে আসেন। অন্যদিকে মধ্যবিত্ত হিন্দু পরিবার থেকে উঠে আসেন ঋতুপর্ণা। দুজনেই রান্নায় পারদর্শী। আরিফিন শুভ

অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যমে ঋতুপর্ণা বলেন, ‘‘আহা রে’ সেরা ২৫টি খাবার নিয়ে তৈরি ছবির তালিকায় উঠে এসেছে, এটা আমাদের কাছে গর্বের। এর আগেও ছবিটি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু পুরস্কার পেয়েছে। নিজেকে এ ছবির অংশ ভেবে খুব ভালো লাগছে।’
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শুভ ও ঋতুপর্ণা।

এছাড়াও দেখা গেছে পরাণ বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে, শকুন্তলা বড়ুয়া, অমৃতা চট্টোপাধ্যায় প্রমুখ।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কান উৎসব ২০২৪লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
রাইমা নাকি সুচিত্রা!
রাইমা নাকি সুচিত্রা!
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো
কান উৎসব ২০২৪সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো