X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

গ্যেটে ইনস্টিটিউটে বিনোদনের অনলাইন প্ল্যাটফর্ম

বিনোদন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২০, ২১:২৩আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২১:৪০

‘টেলিভিশন’ ছবির পোস্টার করোনাভাইরাসে গৃহবন্দি মানুষ। অনেক আগে থেমে গেছে সাংস্কৃতিক অঙ্গনের কাজও। বন্ধ হয়ে আছে সিনেমাহল, নাটক পাড়া ও মঞ্চসহ নানা স্থান।

এই মুহূর্তে একমাত্র অনলাইন প্ল্যাটফর্মেই শিল্পীরা নিজেদের কাজ নিয়ে হাজির হতে পারছেন। পাশাপাশি মানুষও করোনা অবসরের সময়টুকু এখানে কাটাতে পারবেন- এমন ভাবনা থেকে জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গ্যেটে ইনস্টিটিউট চালু করেছেন অনলাইন প্লাটফর্ম ‘কালাটুরমা.ডিজিটাল’।

এখানে থাকছে বাংলাদেশি কনটেন্টও। ইতোমধ্যে এতে রাখা হয়েছে মোস্তফা সরয়ার ফারকীর চলচ্চিত্র ‘টেলিভিশন’। বঙ্গবিডির সহায়তায় এটি দেখানো হচ্ছে।
এছাড়া এতে থাকছে বেশ কিছু বাংলাদেশি সরাসরি ইভেন্ট। গত ১৬ এপ্রিল প্রথম আয়োজনটি হয়। এছাড়া আগামীকাল থাকছে গানের অনুষ্ঠান।

ঢাকাস্থ গ্যেটে ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়, দর্শকরা চাইলে বিনে পয়সায় এখানে যুক্ত হতে পারবেন। আর এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক আয়োজন দেখা যাবে। এ জন্য তাদের শুধু নিবন্ধন করতে হবে।

গ্যেটে ইনস্টিটিউটের নতুন প্লাটফর্মের ঠিকানা হচ্ছে: https://kulturama.goethe.de/

/এম/
সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’