X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সুবীর নন্দীর অপ্রকাশিত গান ‘দূরের মানুষ’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২০ মে ২০২০, ১৩:২৬আপডেট : ২০ মে ২০২০, ২২:৪৭

তানভীর তারেক, সুবীর নন্দী ও কবির বকুল ঠিক এক বছর ১৩ দিন চলছে, বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীকে হারানোর। করোনাকাল, তাই প্রথম মৃত্যুবার্ষিকীটাও (৭ মে, ২০২০) গেল বিনা আয়োজনে।

তবে শ্রোতা হিসেবে এসব অভাব-অভিযোগ ম্লান হয়ে যাবে, সদ্য প্রকাশিত ‘দূরের মানুষ’ গানটি শুনলে।
জানা গেছে, মৃত্যুর আগেই একটি পূর্ণাঙ্গ অ্যালবামের কাজ শেষ করে গেছেন সুবীর নন্দী। তানভীর তারেকের সুর-সংগীতে সেই অ্যালবামের জন্য মোট ৯টি গান গেয়েছেন। সেখান থেকেই এবার প্রকাশ হলো ‘দূরের মানুষ’ গানটি। লিখেছেন কবির বকুল।
গানের কথাগুলো এমন—ওপার থেকে ঐ/ সাগরের রূপ সে তো চেনা দায়/ দূর থেকে দেখে দেখে/ চিনতে পারিনি তোমায়। সুবীর নন্দীর কণ্ঠে এই কথাগুলো শুনলে যেকোনও শ্রোতার মনে হবে, তিনি বুঝি ওপারে বসেই গানটি গাইছেন!
তানভীর তারেক বলেন, ‘সুবীরদাকে নিয়ে আমার অগণিত স্মৃতি। সব স্মৃতি এই অ্যালবামটি করতে গিয়ে জমা হলো। এই গানটি মিক্সিং ও মাস্টারিং করার সময় বারবার চোখ ভিজে গেছে আনমনে। কি এক স্বর্ণকণ্ঠকে আমরা হারিয়েছি। বকুল ভাইয়ের অসাধারণ এই লিরিকটি নিয়ে সুবীরদার সামনে বসেই গানটির সুর করি। এক বসায় সুর করা। আমরা টানা প্রায় কয়েক মাস এই অ্যালবামের জন্য মুখোমুখি বসতাম।’
স্মৃতি থেকে তানভীর তারেক আরও বলেন, ‘‘প্রত্যেকটা গানের ভয়েস দেবার সময় দাদা বারবার জিজ্ঞেস করতেন, ‘তুমি কীভাবে চাইছো!’ আমি অবাক হয়ে বলতাম, ‘দাদা আপনি ইম্প্রুভাইজ করেন।’ দাদা একগাল হেসে বলতেন, ‘তানভীর আমি আমার গানে বৈচিত্র্য আনার জন্যই তোমার সুরে গাইতে চেয়েছি। আমি চাই না আমার আগের কোনও গানের ধারার সাথে এগুলোর মিল থাকুক।’ আমি ভীষণ সৌভাগ্যবান যে সুবীরদা সবার সামনে আমার কম্পোজিশনের প্রশংসা করতেন।’’
এদিকে গানটি লেখা প্রসঙ্গে কবির বকুল বলেন, ‘অসাধারণ সুর করেছে তানভীর। আর দাদার কথা কী বলবো! এই গানটি লিখে তানভীর তারেককে কবে দিয়েছিলাম মনে নেই। শ্রদ্ধাভাজন শিল্পী সুবীর নন্দীর কণ্ঠে এই গানটি হৃদয়ে বেদনার আর্তি তৈরি করবে ভাবিনি। প্রিয় সুবীরদাকে খুব মিস করছি।’
গানটি ঈদ উপলক্ষে তানভীর তারেকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হলো।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’