X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ভুয়া ফলোয়ার তৈরির অভিযোগে পুলিশের কাঠগড়ায় বাদশা, তালিকায় দীপিকা-প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
০৫ আগস্ট ২০২০, ১৪:৫৪আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১৬:৪০

ভুয়া ফলোয়ার তৈরির অভিযোগে পুলিশের কাঠগড়ায় বাদশা, তালিকায় দীপিকা-প্রিয়াঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও পেইড ফলোয়ার তৈরি নিয়ে তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ।
গত কয়েক সপ্তাহ ধরে বলিউড রথি-মহারথিদের পেজগুলোতে চলছে কড়া নজরদারি। তবে এবার প্রথমবারের মতো এই ইস্যুতে পুলিশের সামনে হাজির হতে হলো বলিউড র‌্যাপার বাদশাকে।
প্রাথমিকভাবে একটি মুচলেকা নিলেও জানিয়ে দিয়েছে, তাকে মুখোমুখি হতে হবে পুলিশের ক্রাইম ব্রাঞ্চের।
এদিকে শহর পুলিশের একাধিক সূত্র ভারতীয় মিডিয়াকে জানাচ্ছে, তাদের তালিকায় আরও ৮ জন সেলিব্রেটি আছেন। তাদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। এবং তাদেরও বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হবে।
এই সেলিব্রেটিদের মধ্যে শুধু বলিউড নয়, রয়েছেন দেশের অন্যক্ষেত্রের মানুষও।
মুম্বাই পুলিশের জয়েন্ট কমিশনার বিনয় কুমার চৌবে বলেন, ‌‘আমরা ৫৪টি ফার্মের নাম পেয়েছি, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফলোয়ার ও পেইড ফলোয়ার তৈরিতে যুক্ত। ইতোমধ্যে সাইবার সেল গঠন করা হয়েছে, এই অপরাধগুলো দমনের জন্য।’
জানা যায়, প্রাথমিকভাবে ৮ জনকে ডাকা হলেও ভারতীয় এ পুলিশ বাহিনী ১৭৬ জন ব্যক্তির নাম পেয়েছেন, যারা পেইড ফলোয়ার কেনার সঙ্গে যুক্ত আছেন।
সূত্র: ডিএনএ

/এম/এমএম/এমএমজে/
সম্পর্কিত
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
বিনোদন বিভাগের সর্বশেষ
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা