X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আলোচিত বিনজ্-এ নতুন পাঁচ কনটেন্ট

বিনোদন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:০১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৬

নতুন পাঁচ কনটেন্ট ওয়েব সিরিজ বিতর্কের তিন মাসের মাথায় একসঙ্গে পাঁচটি নতুন কনটেন্ট নিয়ে হাজির হলো অ্যাপভিত্তিক আলোচিত বিনোদনমাধ্যম বিনজ্।
সংশ্লিষ্টরা বলছেন, এবারের কনটেন্টগুলো আরও মানসম্পন্ন এবং সচেতনভাবে তৈরি করা হয়েছে। তবে এবারও তাদের বেশিরভাগ গল্পে রয়েছে চলমান সময়ের নানা গল্পের ছায়া ও ছোঁয়া।
যদিও এবার আর ওয়েব সিরিজে যায়নি প্রতিষ্ঠানটি। চলতি সপ্তাহে উন্মুক্ত হওয়া কাজগুলোর মধ্যে রয়েছে চারটি নাটক ও একটি টেলিছবি।
বিনজ্ অ্যাপের প্রযোজনা প্রতিষ্ঠান রেড ডট ডিজিটাল লিমিটেডের বিপণন প্রধান নূর ঈ তাজরিয়ান খান জানান, এবারের পাঁচটি কাজই তৈরি হয়েছে পাঁচ ঘরানার গল্প দিয়ে। যার সঙ্গে যুক্ত ছিলেন দেশের অন্যতম নির্মাতা ও শিল্পীরা।
এরমধ্যে রয়েছে পারিবারিক নানা ঘটনা নিয়ে তৈরি টেলিছবি ‘কুপন’। পরিচালনা করেছেন নাজমুল নবীন। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও ইন্তেখাব দিনার।
নাটকগুলোর মধ্যে নদী তীরবর্তী এলাকায় বসবাসরত মানুষের জীবনধারাকে ভিত্তি করে নির্মাণ করা হয়েছে থ্রিলারধর্মী ‘হারেস’। এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ওয়াসিম সিতার। অভিনয় করেছেন ইফতেখার আহমেদ ফাহমি, নাজিয়া হক অর্ষা, হিন্দল রায়, নাসির উদ্দিন খান, আনোয়ার হোসেন প্রমুখ।  
সম্পূর্ণ পারিবারিক আবহে নির্মিত ‘আমাদের সংসার’ নাটকটির গল্প লিখেছেন মারুফ রেহমান। পরিচালনা করেছেন সহিদ উন নবী। এতে বিভিন্ন চরিত্রে কাজ করেছেন তমাল মাহবুব, টুটুল আহমেদ, রুমানা স্বর্ণা, সাজ্জাদ রেজা, মৌরি সেলিম প্রমুখ।
সামাজিক অপরাধমূলক নাটক ‘নয় ছয়’ পরিচালনা করেছেন ফারহান তন্ময়। অভিনয় করেছেন মোশাররফ করিম, রুমানা আক্তার, কেয়া আক্তার পায়েল, হেদায়েত নান্নু প্রমুখ।
আর তানিম রহমান অংশু পরিচালিত থ্রিলারধর্মী ‘সেলুলয়েড’-এ আছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, শাহজাহান সম্রাট, মনিষা শিকদার, রিয়াদ আল ফয়সাল বাপ্পী প্রমুখ।

কোথাও নেই বিতর্কিত সিরিজ ‌‘বুমেরাং’ ও ‘সদরঘাটের টাইগার’

রেড ডট ডিজিটাল লিমিটেডের বিপণন প্রধান নূর ঈ তাজরিয়ান খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘এরমধ্যে নতুন সবগুলো কাজ আমরা অ্যাপে প্রকাশ করে দিয়েছি। দর্শকরা লগইন করে দেখতে পারছেন। ভালো সাড়াও পাচ্ছি। সামনে আমাদের আরও বেশ কিছু চমক আসছে।’
বিনজ্ অ্যাপের সব কনটেন্ট ছোট ও বড় পর্দায় (স্মার্ট টিভি এবং অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট) এইচডি কোয়ালিটিতে দেখা যাবে।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে দেশের অন্যতম বিনোদন অ্যাপ বিনজ্ প্রকাশ করে বেশক’টি কনটেন্ট। এরমধ্যে অশ্লীলতার অভিযোগে তুমুল সমালোচনার মুখে পড়ে ‘বুমেরাং’ ও ‘সদরঘাটের টাইগার’ নামের সিরিজ দুটি। তবে ‘আগস্ট ১৪’ সিরিজটি থেকে প্রশংসা ও সমালোচনা দুটিই মেলে সমান তালে। এরমধ্যে প্রথম দুটি সিরিজ ফেলে দেওয়া হয় অ্যাপ থেকে। অন্য সিরিজটি করা হয় সংশোধন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
তামান্নার শুভ সূচনা
তামান্নার শুভ সূচনা
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!