X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নতুন জেমস বন্ড টম হার্ডি

বিনোদন ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৬

টিম হার্ডি সর্বশেষ জেমস বন্ড হিসেবে গেল কয়েকটি কিস্তিতে হাজির হয়েছেন অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। শোনা যাচ্ছিল, এই চরিত্রে আর দেখা যাবে না তাকে। মুক্তির অপেক্ষায় থাকা ‘নো টাইম টু ডাই’ ছবিটিই তার শেষ কিস্তি। অবশেষে সেটিই সত্যি হচ্ছে।

আয়ারল্যান্ডের ‘দ্য ভ্যালকন’ পত্রিকা জানালো, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হচ্ছেন আইরিশ অভিনেতা টম হার্ডি। চলতি বছরের জুন মাসে এ বিষয়ে পাশ মার্ক পেয়েছেন। এর মাধ্যমে ‘এজেন্ট ০০৭’ চরিত্রে দ্বিতীয় কোনও আইরিশ হিসেবে নাম লেখালেন তিনি।
প্রথম আইরিশ জেমস বন্ড হলেন পিয়ার্স ব্রোসনান। তিনি ২০১৮ সালে ডেইলি মেইলের সাথে সাক্ষাৎকারের সময় টম হার্ডিকে জেমস বন্ড করতে পরামর্শ দিয়েছিলেন। এমনকি ড্যানিয়ালের চেয়েও তিনি ভালো হবেন বলে মনে করতেন।
১৯৭৭ সালে জন্ম নেওয়া অভিনেতা টম হার্ডি অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন ২০০০ সালে। একই সময়ে তিনি টেলিভিশন ও সিনেমায় ব্যস্ত হয়ে উঠেন। মার্ভেল কমিকসের ‘ভেনম’ চরিত্রে অভিনয় করেছেন এই তারকা।
উল্লেখ্য, জেমস বন্ড হচ্ছে বিখ্যাত ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিংয়ের কাল্পনিক চরিত্র। ১৯৬২ সাল থেকে সেলুলয়েড পর্দা মাতিয়ে চলেছে দুর্ধর্ষ এই স্পাই। এই পর্যন্ত এই চরিত্রে অভিনয় করেছেন শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুরে, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রুসনান ও ড্যানিয়েল ক্রেইগ। টম হার্ডি হতে যাচ্ছেন অফিসিয়ালি সপ্তম ‘এজেন্ট ০০৭’।
সূত্র: এক্সপ্রেস

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি