X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

করোনা পজিটিভ বেবী নাজনীন, চিকিৎসা চলছে যুক্তরাষ্ট্রে

বিনোদন রিপোর্ট
২১ নভেম্বর ২০২০, ১৩:১৬আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১৬:১৫

বেবী নাজনীন কিডনিজনিত সমস্যা নিয়ে বেবী নাজনীন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তির খবর আগেই মিলেছে। তবে শনিবার (২১ নভেম্বর) সকালে নিশ্চিত হওয়া গেল তিনি করোনা পজিটিভ
ঢাকায় অবস্থান করা শিল্পীর ছোট ভাই এনাম সরকার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। বলেন, ‘আমরা ভেবেছি সমস্যাটা কিডনিজনিত। প্রথম টেস্টে নেগেটিভ ফল আসে। কিন্তু গতকালকের টেষ্ট থেকে পজিটিভ ফল এসেছে। খবরটি আজ সকালেই পেলাম আমরা। সবার কাছে দোয়া চাই আপার জন্য।’
১৮ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনের একটি হাসপাতালে ভর্তি করা হয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে।
জানা গেছে, কিডনি, জ্বরসহ বেশ কিছু সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
এনাম সরকার জানান, ‘আগে থেকে আপার কিডনিজনিত সমস্যা ছিল। গেল সপ্তাহে জ্বরসহ বেশ কিছু সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী বেবী নাজনীন ১৯৭৬ সালে ক্যারিয়ার শুরু করেন। তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে- ‘দুচোখে ঘুম আসে না’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’ প্রভৃতি।
তিনি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!