X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আবারও বামবার নেতৃত্বে হামিন-টিপু

বিনোদন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২০, ১২:৫৩আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৪:০৩

হামিন ও টিপু হয়ে গেল বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) ২০২০-২০২১ দ্বিবার্ষিক নির্বাচন। এতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাইলস ব্যান্ডের হামিন আহমেদ ও ভাইস প্রেসিডেন্ট ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু।
গত ২৬ নভেম্বর নির্বাচন শেষে রাতে নতুন কমিটিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিতদের নেতৃত্বে আগামী দুই বছর চলবে এই ব্যান্ড সংগঠনটি। 

জানা যায়, নির্বাচনে সেক্রেটারি পদে জয়ী হয়েছেন ক্রিপটিক ফেটের সাকিব চৌধুরী, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি আর্টসেলের কাজী আশেকীন সাজু ও কোষাধ্যক্ষ পেন্টাগনের আলী সুমন।

এ নিয়ে ১৪ বছর ধরে বামবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য হামিন আহমেদ। তিনি বলেন, ‘গত ৮ মাস ধরে করোনার কারণে সংগীতাঙ্গনের মানুষেরা কোনও ধরনের আয়–রোজগার করতে পারছেন না। আপাতত তাদের নিয়ে কাজ করবে বামবা। এছাড়াও এবারের কমিটি শিল্পীদের আরও সুসংগঠিত করে সংগীতাঙ্গনে মেধাস্বত্বের অধিকার নিশ্চিতে কাজ করবে।’

এর আগে শেখ মনিরুল আলম টিপু বামবার সেক্রেটারি থাকলেও এবার তিনি ভাইস প্রেসিডেন্ট হলেন। তিনি বলেন, ‘খুব দ্রুতই আমরা সবাই বসব। করোনা অনেক বড় একটি ফ্যাক্ট। তবে আমরা সবাই বসে সিদ্ধান্ত নিতে চাই আমাদের করণীয়। আমাদের আরও সুসংগঠিত হতে হবে।’

জানা যায়, কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকছে সোলস, দলছুট, নেমেসিস ও পাওয়ারসার্জ।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন