X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বিপ্লবী প্রীতিলতার এলাকায় অভিনেত্রী তিশা

বিনোদন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২০, ১৭:২৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৮:৩৬

বিপ্লবী প্রীতিলতার এলাকায় অভিনেত্রী তিশা ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতিদানকারী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতাকে ঘিরে নির্মিত হচ্ছে সরকারি অনুদানের চলচ্চিত্র ‘ভালোবাসা প্রীতিলতা’।
যার কেন্দ্রীয় চরিত্রে আছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। প্রদীপ ঘোষ পরিচালিত এ ছবিটির কাজ এবার প্রীতিলতার স্মৃতিবিজড়িত চট্টগ্রামে শুরু হয়েছে। পরিচালক জানান, তৃতীয় লটের শুটিং চলছে চট্টগ্রাম যুব বিদ্রোহের ঐতিহাসিক স্থানসমূহে।
২৮ নভেম্বর থেকে শুরু হওয়া এই শুটিং চলবে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব ও পটিয়া উপজেলার ধলঘাট এলাকায়।
পরিচালক বলেন, ‘অনেক দেরিতে হলেও চলচ্চিত্রটির নির্মাণকাজ শুরু করেছি। আমি মনে করি, ঐতিহাসিকভাবে এর যেমন গুরুত্ব আছে তেমনি প্রীতিলতা আজও তরুণদের অনুপ্রেরণা।’
ঐতিহাসিক ঘটনার বিবরণ নিয়ে এই চলচ্চিত্রের বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে থাকছেন মনোজ প্রামাণিক। প্রীতিলতার বাবার চরিত্রে আছেন মান্নান হীরা। কিশোরী প্রীতিলতা মৃন্ময়ী রূপকথা। সূর্য সেন চরিত্রে কামরুজ্জামান তাপু, কল্পনা দত্তের চরিত্রে ইন্দ্রাণী ঘটক, নির্মল সেনের চরিত্রে অমিত রঞ্জন দে, মনোরঞ্জনের চরিত্রে সুচয় আমিন, ইংরেজ ম্যাজিস্ট্রেট চরিত্রে পাশা মোস্তফা কামাল অভিনয় করছেন।
চলচ্চিত্রের পরিচালক প্রদীপ ঘোষ আরও বলেন, ‘আমরা ঐতিহাসিক স্থানগুলোতেই শুটিং পরিচালনা করছি। যে গ্রামগুলোতে বিপ্লবীরা ত্রিশের দশকে তাদের লড়াই পরিচালনা করেছেন আমরা সেসব স্থানে শুটিং করছি। ইতোমধ্যে পাহাড়তলীতে অবস্থিত ইউরোপিয়ান ক্লাবে হামলার দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। ঐতিহাসিক ধলঘাট যুদ্ধের দৃশ্যধারণের কাজ চলছে। আমরা চাই নতুন প্রজন্মের কাছে এই চলচ্চিত্র ইতিহাসের দলিল হয়ে থাকুক।’

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!