X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

এক গানে যুক্ত হলো তিন দেশ!

বিনোদন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২০, ০০:০৪আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ০০:০৪

এক গানে যুক্ত হলো তিন দেশ! জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে তৈরি হলো বিশেষ গান ‘বঙ্গবন্ধু তোমার জয়’।
এতে অংশ নিয়েছেন বাংলাদেশ, ভারত ও জাপানে বসবাসরত বেশ কয়েকজন শিল্পী। গোলাম মাসুম জিকোর উদ্যোগে ‘নিহন বাংলা প্রোডাকশন’-এর ব্যানারে গানটি তৈরি হয়েছে। সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার চিরন্তন ব্যানার্জী।
কলকাতার শুভদীপ চক্রবর্তী এবং জাপান প্রবাসী গোলাম মাসুম জিকোর লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার রূপঙ্কর বাগচী ও জয়তী চক্রবর্তী, বাংলাদেশ থেকে আছেন মনি জামান ও আলিফ আলাউদ্দিন। কণ্ঠ দিয়েছেন চিরন্তন নিজেও এবং পাঠে ছিলেন শুভদীপ ও জিকো।
উদ্যোক্তা জিকো জানিয়েছেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে এই ধরনের কাজ নিঃসন্দেহে তার আদর্শকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবে। শুধু তাই নয়, বঙ্গবন্ধুকে কেন্দ্র করে বিভিন্ন দেশের শিল্পীদের মধ্যেও একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে। গানটি তৈরির পেছনে আমাদের মূল উদ্দেশ্য এটি।’
রেকর্ডিং শেষে গানটির ভিডিওচিত্রের কাজ সম্প্রতি শেষ হয়েছে বলে জানিয়েছেন গোলাম মাসুম জিকো। তিনি জানান, আগামী ১৬ ডিসেম্বর এটি ইউটিউবে প্রকাশ পাবে।
গানটির অন্যতম শিল্পী আলিফ আলাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথম কথা হচ্ছে গানটি বঙ্গবন্ধুকে ঘিরে তৈরি। যা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমি ধন্যবাদ জানাই সংশ্লিষ্টদের, যারা আমাকে এই গানের অংশীদার করেছেন। আরেকটি বিষয়, এই গানটির মাধ্যমে তিন দেশের মধ্যে একটা সংযোগ ঘটলো। এটাও কম নয়।’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!