X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

নিলয় দাসকে নিয়ে ওভিসি

বিনোদন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২১, ০০:০১আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০০:৩০

অকাল প্রয়াত দেশসেরা গিটারিস্ট নিলয় কুমার দাস। তাকে স্মরণ করে তৈরি হলো একটি বিশেষ ওভিসি (অনলাইন ভিডিও কমিউনিকেশন)।

সুপারশপ স্বপ্নর উদ্যোগে এটি তৈরি করেছে সল্ট ক্রিয়েটিভস। এর নির্দেশনায় আছেন নির্মাতা ফাহাদ খান।

নিলয় দাস ছিলেন একাধারে গায়ক, সুরকার, সংগীতপরিচালক ও শিক্ষক। দেশে তিনিই প্রথম নিউ ক্ল্যাসিক্যাল, ব্লুজ, স্পিডমেটাল ও জ্যাজ মিউজিক চর্চা শুরু করেন। বিখ্যাত গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল ও পিয়ানিস্ট রোমেলসহ অনেকের হাতেখড়ি হয় তার হাত ধরেই।

আর তাই এই ওভিসিতে নিলয় দাসকে নিয়ে স্মৃতি চারণ করেছেন ওয়ারফেইজ ব্যান্ডের এই গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল এবং পিয়ানিস্ট রোমেল আলী।

কমল কাজটি নিয়ে বলেন, ‘নিলয় দা ছিলেন আমাদের হৃদয়ের কাছের মানুষ। হি রুলড দ্য রক।’

রোমেলের ভাষ্য, ‘উনার গিটার বাজানো দেখে দেখে সেগুলো আমি প্রয়োগ করতাম কিবোর্ডে। তার কাজ আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।’

১৯ জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস। এই দিনটিকে লক্ষ্য করেই মূলত এই ওভিসি তৈরি করা হয়। যা অন্তর্জালে প্রকাশ পাচ্ছে আজ (২০ জানুয়ারি) দিনের যে কোনও সময়।

স্বপ্নর হেড অব বিজনেস ও সংগীতশিল্পী মাহাদী ফয়সাল বলেন, ‘শিক্ষকদের অবদান আমাদের সমাজে অতুলনীয়। সংগীত শিক্ষকদের স্মরণে আমরা শ্রদ্ধা জানাতে চাই প্রয়াত সংগীতজ্ঞ নিলয় দাসকে। যার অবদান বাংলাদেশের রক মিউজিকে অপরিসীম। দেশের অনেক বড় গিটারিস্টরা উনার হাত ধরেই তৈরি হয়েছেন। একজন গিটার শিক্ষক হিসেবে বর্তমান বাংলাদেশের অনেক মিউজিশিয়ানের অনুপ্রেরণায় আছেন নিলয় দাস। এই মহান সংগীতজ্ঞের স্মরণে আমাদের এই ছোট্ট প্রয়াস।’

জানা যায়, স্বপ্নর ফেসবুকে পেজে থাকছে নতুন এই ওভিসি-টি।

/এমএম/এম/
সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’