X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে বিশেষ...

বিনোদন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২১, ০০:০৫আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১২:৫৭

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ সাধারণত দেশের বিভিন্ন জেলা এবং ঐতিহাসিক স্থানসমূহে ধারণ করা হয়ে থাকে। নির্মাতা হানিফ সংকেতের উদ্দেশ্য থাকে, স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা।

সেই ধারাবাহিকতায় এবার বিটিভি’র নিজস্ব প্রযোজনায় নির্মিত হলো বিশেষ একটি বিনোদনমূলক অনুষ্ঠান। নাম ‘বাংলাদেশের হৃদয় হতে’। যার মাধ্যমে দেশের ৬৪টি জেলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, মানুষের জীবন-জীবিকা, পোশাক-পরিচ্ছদ, খাবার, ভাষার ভিন্নতা সবকিছুই তুলে ধরা হবে।

অনুষ্ঠানের এবারের পর্বটি সাজানো হয়েছে বাণিজ্যিক নগরী চট্টগ্রামকে ঘিরে। জগদীশ এষের পরিকল্পনায় এটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া।

চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে বিশেষ... প্রযোজক শাহজামান মিয়া জানান, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ বাঙালি জাতির প্রতিটি স্বাধিকার আন্দোলনে চট্টগ্রামের নাম জড়িয়ে আছে। শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবকে বলা হয় চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাট ও সম্রাজ্ঞী। মাইজভান্ডারীর গান ও কবিয়াল গান চট্টগ্রামের অন্যতম ঐতিহ্য। কবিয়াল রমেশ শীল চট্টগ্রামের একজন কিংবদন্তি শিল্পী। জনপ্রিয় ব্যান্ড সোলস, এলআরবি, রেনেসাঁ, নগরবাউলের জন্ম এই চট্টগ্রামেই।

এর সবকিছুরই আঁচ থাকছে অনুষ্ঠানটিতে। থাকছে চট্টগ্রামের কণ্ঠশিল্পী রবি চৌধুরী, সন্দীপন, রন্টি, ইলমা, শিমুল শীল ও আনিকার পরিবেশনা। চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে বিশেষ...

আলিফ চৌধুরী ও নাহিদা আফরোজ সুমির উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে শুক্রবার (২২ জানুয়ারি) রাত ১০টা ২০ মিনিটে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি