X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

সংগীত গুরু সঞ্জীব দে আর নেই

বিনোদন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২১, ০০:০৬আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১৬:১৮

দেশের অন্যতম সফল সংগীত গুরু সঞ্জীব দে আর নেই। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ১১টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ। তিনি বলেন, ‘নয়াটোলার বাসায় অসুস্থবোধ করায় রাত ১১টার দিকে ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান বলে জানতে পেরেছি পারিবারিক সূত্রে।’

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আরেক শিল্পী ও সঞ্জীব দে’র শিক্ষার্থী দিনাত জাহান মুন্নী। তিনি বলেন, ‘আমি জেনেছি গুরুজি হার্ট অ্যাটাক করেছেন।’

সঞ্জীব দে’কে মূল্যায়ন করা হয় দেশের সবচেয়ে সফল ও জনপ্রিয় সংগীত গুরু হিসেবে। ১৯৭৪ সাল থেকে প্রায় ৫ দশক ধরে তিনি সংগীত শিক্ষার কাজটি করে আসছিলেন পরম মমতার সঙ্গে।

পারিবারিক ঐতিহ্য থেকে গানের সঙ্গে জীবনযাপন তার। দাদু পেয়ারী মোহন দে বাঁশিবাদক, বাবা মিথুন দে উচ্চাঙ্গ সংগীতের নামকরা গুরু ছিলেন। সেই ধারাবাহিকতায় সঞ্জীব দে’র সংগীতে পথচলা। শাকিলা জাফর, আলম আরা মিনু, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নীর মতো অসংখ্য শিল্পী তৈরি হয়েছেন তার হাত ধরেই।

তার এই প্রস্থান বাংলা সংগীতের জন্য অপূরণীয় ক্ষতি বলেই মনে করছেন সংগীত সংশ্লিষ্টরা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা
বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা