X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

প্রেক্ষাগৃহে শতভাগ টিকিট বিক্রির অনুমতি

বিনোদন ডেস্ক
৩১ জানুয়ারি ২০২১, ২২:৫১আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২২:৫১

মহামারি করোনায় বিশেষ ব্যবস্থায় বিশ্বের বিভিন্ন দেশে প্রেক্ষাগৃহ চালু করা হয়েছিল। যার অন্যতম শর্ত ছিল, ৫০ শতাংশ বা তারও বেশি আসন ফাঁকা রাখতে হবে।

তবে এবার সে নিয়ম তুলে দিলো ভারত। সরকারের নতুন নির্দেশ অনুসারে, আগামীকাল (১ ফেব্রুয়ারি) থেকে দেশের সমস্ত সিনেমা হলে ১০০ শতাংশ দর্শকাসন ভর্তি করা যাবে। আসন নিয়ে আর কোনও বিধি নিষেধ থাকছে না।

করোনাক্রান্ত হওয়ার পর ভারতই প্রথম দেশ, যারা রাষ্ট্রীয়ভাবে প্রেক্ষাগৃহের সব সিট ব্যবহারের অনুমোদন দিলো।

ভারতীয় গণমাধ্যম জানায়, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গতকাল (৩০ জানুয়ারি) এই নির্দেশ দিয়েছে। নির্দেশনায় বলা হয়, যে কোনও সিনেমা হল, থিয়েটার ও মাল্টিপ্লেক্সে ১০০ শতাংশ দর্শকাসন পূর্ণ করা যাবে।

গত বছরের মার্চে ভারতে করোনা রোগী পাওয়া গেলে লকডাউন ঘোষণা করা হয়েছিল। সেসময়ই বন্ধ করে দেওয়া হয় সমস্ত প্রেক্ষাগৃহ। এরপর অক্টোবর মাসে বিশেষ ব্যবস্থায় সিনেমা হল খোলা হয়। এবার ফেব্রুয়ারি থেকে সেই নীতিও শিথিল করা হলো।

তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে অন্য সব নির্দেশ কঠোরভাবে মেনে চলতে হবে। ছবিগুলোর শো-টাইম নির্দিষ্ট সময়ের দূরত্বে রাখতে হবে। মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। টিকিট কাটার সময় যাতে ভিড় বা ধাক্কাধাক্কি না হয় খেয়াল রাখতে হবে সেদিকেও।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!