X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

গানচিত্রে ইটনা-মিঠামইনের সৌন্দর্য

বিনোদন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৪

দেশের অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে কিশোরগঞ্জের ইটনা ও মিঠামইন উপজেলা। বিস্তীর্ণ হাওরের বুকচিরে পিচঢালা পথসাম্প্রতিক সময়ে এই অপরূপ দৃশ্য নজর কেড়েছে গোটা বিশ্বের।

সেই নৈসর্গিক সৌন্দর্যকে গানচিত্রে তুলে আনার ছোট্ট প্রয়াস নিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী ইভান শাহরিয়ার। ‘হাজার খুশির কারণ’ শিরোনামের এই ভালোবাসার গানে উঠে এসেছে হাওরের সৌন্দর্য।

শিল্পী নিজেও বলছেন, ‘আমরা এই গানটির মধ্য দিয়ে দেশের সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করেছি। সে কারণে গানটির পুরো শুটিং করেছি ইটনা-মিঠামইন সড়কে দাঁড়িয়ে। এতে পুরো হাওরের দৃশ্য উঠে এসেছে গানে। আমি চাই সবাই গানটি দেখুক। গানের সুরে সুরে দেশের রূপটাও উপভোগ করুক।’

১১ ফেব্রুয়ারি গানচিত্রটি প্রকাশ করেছে সাউন্ডটেক। লালন লোহানীর কথায় সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন কেজিএম রাহাত। ক্যামেরার সামনে দাঁড়িয়ে গানটির ভিডিও নির্দেশনাও দিয়েছেন শিল্পী নিজেই।

নিজের গাওয়া গান সম্পর্কে ইভান শাহরিয়ার বলেন, ‘চেষ্টা করেছি একটি সুন্দর গান উপহার দিতে। আমি ভাগ্যবান বলেই গানটি করার সময় কিছু মেধাবী মানুষের সহযোগিতা পেয়েছি। যাদের সহযোগিতা না থাকলে এই গানটি করা সম্ভব হতো না।’

এটি ইভান শাহরিয়ার লায়েকের গাওয়া তৃতীয় গান। এর আগে ‘কেন এমন হয়’ ও ‘পাখি তীর্থ’ নামে দুটি গান প্রকাশ হয় তার।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু