X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

হত্যার বিরুদ্ধে প্রীতমের ‘গুলি’

বিনোদন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২১, ০২:৩৪আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১৪:৩৮

বরাবরই কথা-সুরে প্রতিবাদের মশাল জ্বালান প্রীতম আহমেদ। যার গানে নির্মোহভাবে ‌উঠে আসে ‌বালিকার অবুঝ প্রেম থেকে রাজনীতির নানা চাল।

আসন্ন পহেলা মে উপলক্ষে এবার তিনি হাজির হচ্ছেন প্রতিবাদমুখর নতুন গান নিয়ে। নাম ‘গুলি’। যার মাধ্যমে তিনি প্রতিবাদ জানাবার চেষ্টা করছেন বিনা অপরাধে কিংবা বিনা বিচারে হত্যার বিরুদ্ধে।

বরাবরের মতো গানটির কথা-সুর-সংগীতায়োজন প্রীতমেরই করা। যা প্রকাশ পাচ্ছে শিগগিরই শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে

গানটির কথাগুলো এমন—যার ঘামেতে অস্ত্র কেনা, তার বুকেতেই গুলি/ বুঝি, পুঁজির প্রসাদ খেয়েই করছো, মালিকের দালালি/ যে শ্রমিকের রক্ত মেখে করছো দুহাত লাল/ জেনো, সেই শ্রমিকের হাতেই ফিরবে, আগামীর সকাল/ আমি গানে গানে করি ঘৃণা তোমার এই বিধান/ আমিও কণ্ঠ শ্রমিক, তাই এই প্রতিবাদের গান।

প্রীতম আহমেদ বলেন, ‘মূলত আমার এই গানটির জন্ম ক’দিন আগে চট্টগ্রামের বাঁশখালীতে ঘটে যাওয়া হত্যার ঘটনাটি নিয়ে। খবরটি পেয়ে আমি খুবই আবেগতাড়িত হই। মৃত শ্রমিকগুলোর নিভে যাওয়া জীবন, অসহায় সংসারগুলোর ছবি ভেসে ওঠে। আমি স্থির থাকতে পারছিলাম না। গানটি লেখার পর খানিকটা স্থির হই। মনে হলো, শুধু বাঁশখালী নয়, বিশ্বজুড়েই চলছে এমন নির্বিচার হত্যা। তাই এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার। যার যেটুকু সামর্থ্য সেটুকু নিয়েই প্রতিবাদ করি না। বঙ্গবন্ধু সেই কবে বলেছিলেন, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করার জন্য। আমাদের পূর্ব প্রজন্ম সেই কথা ধরেই মাঠে নেমেছিলেন। জয় নিয়ে ঘরে ফিরেছেন। আমরা কেন সেটি ভুলে যাবো। কেন এই হত্যাগুলোকে মেনে নেবো? সেই প্রশ্নের জবাব খুঁজতেই আমার এই পাল্টা গুলি।’

গানটির পোস্টার উল্লেখ্য, বাঁশখালী উপজেলায় গত সপ্তাহে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচ জন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর ২৪ এপ্রিল একই উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদামতলী এলাকায় ফের গোলাগুলির ঘটনা ঘটে। এতে দু’পক্ষের তিন জন গুলিবিদ্ধ হন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শার্লক হোমসের বাড়িতে প্রীতম আহমেদ!
শার্লক হোমসের বাড়িতে প্রীতম আহমেদ!
বাংলাদেশের গায়ক ব্রিটিশ বিজ্ঞাপনের মডেল! (ভিডিও)
বাংলাদেশের গায়ক ব্রিটিশ বিজ্ঞাপনের মডেল! (ভিডিও)
অভিমান নিয়ে বাংলাদেশ ছেড়ে ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছানোর গল্প
এক্সক্লুসিভঅভিমান নিয়ে বাংলাদেশ ছেড়ে ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছানোর গল্প
গান চুরির অভিযোগ: প্রীতমের কাছে ক্ষমা চাইলেন সাথী
গান চুরির অভিযোগ: প্রীতমের কাছে ক্ষমা চাইলেন সাথী
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...